শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » কানপুর টেস্ট: দ্বিতীয় দিন পরিত্যক্ত
কানপুর টেস্ট: দ্বিতীয় দিন পরিত্যক্ত
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

বৃষ্টিবাধায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে কানপুর টেস্টের দ্বিতীয় দিন। বৃষ্টির কারণে এদিন একটি বলও মাঠে গড়াতে পারিনি। ইতোমধ্যে দু’দলের ক্রিকেটাররা ফিরে গেছেন হোটেলে।
কানপুর টেস্টের প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগে শেষ হয়েছিল। মাঠে গড়িয়েছিল মাত্র ৩৫ ওভার। কিন্তু দ্বিতীয় দিনের পরিস্থিতি আরও ভয়াবহ। দ্বিতীয় সেশন চললেও এরই মধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে দ্বিতীয় দিনের খেলা।
এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, সারাদিনই চলতে পারে এই বৃষ্টি। বিকেলের দিকে রয়েছে ঝড়ের সম্ভাবনাও। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় হতে পারে আলোকস্বল্পতাও। অন্যদিকে, মাঠের ড্রেনেজ সিস্টেমও খুব একটা ভালো নয়। তাই খেলা মাঠে গড়ানোর বিষয়ে খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই।
এর আগে, ৩ উইকেটে ১০৭ রান নিয়ে প্রথমদিনের খেলা শেষ করে বাংলাদেশ। ৪০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক, মুশফিক অপরাজিত আছেন ৬ রানে। চেন্নাই টেস্টে হেরে সিরিজে পিছিয়ে নাজমুল শান্তর দল। সমতা ফেরাতে তাই জয়ের বিকল্প নেই সফরকারিদের।
কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে শুরু থেকেই নিজেকে খুঁজে ফিরছিলেন ওপেনার জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশ দীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার।
জাকিরের বিদায়ের পর স্কোরকার্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম। তিনিও আকাশ দীপের শিকার। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পর ৩১ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে আউট হন শান্ত।
বিষয়: #কানপুর #টেস্ট #দিন #দ্বিতীয় #পরিত্যক্ত




দেশে আইপিএল খেলা সম্প্রচার বন্ধ করল সরকার
মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন
কিংবদন্তি ফুটবলার জন রবার্টসন আর নেই
রাণীনগরের করজগ্রাম ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত
আলাভেসকে হারিয়ে রিয়ালের স্বস্তির জয়
শিবগঞ্জে উপজেলা প্রশাসন ফুটবল উৎসব টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণ
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
প্রতিশোধ নেয়ার রাতে ইউনাইটেড-টটেনহ্যামের সমতা
কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাংলাদেশের বিদায়
তিনবার পিছিয়ে পড়ে সমতায় পয়েন্ট ভাগিয়ে নিলো বার্সা
