বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে ইজারা আদায় নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ১৯
মাধবপুরে ইজারা আদায় নিয়ে সংঘর্ষে নারী সহ আহত ১৯
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ইজারা আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারী সহ আহত ১৯।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুর পৌর শহরের কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষে ১৯ জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাধবপুর পোর শহরের ইজারাদার সেলিম মিয়া, আরজু মিয়া, জুয়েল মিয়া, সোহেল মিয়া ও জুলহাস মিয়া,শাহিন মিয়া,হারিস মিয়া,মোজাহিদ, মরিয়ম বেগম, মোছাঃ খালেদা বেগম, আরিফ, হিরা মিয়া, জুনাইদ, বিশাল, মেনেকা, মোহন ও পলাশ। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবপুর পৌর সভার বৈধ ইজারাদার সেলিম বৃহস্পতিবার সকালে গাবতলি সিএনজি স্ট্যান্ডে পৌরসভার অনুমোদিত টোল আদায় করতে যান। কিন্তু লোকমান মিয়া সহ তার দল পৌরসভার ইজারাদারকে টোল দিতে রাজি নয়। এ নিয়ে গত কয়েকমাস ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এ কারনে কিছুদিন টোল আদায় বন্ধ ছিল।গত ৫ সেপ্টেম্বর মাধবপুর পৌর প্রশাসন সেলিম মিয়াকে গাবতলি কাটিয়ারা গাবতলি সিএনজি স্ট্যান্ড ৫ লাখ ৭৫ হাজার টাকায় ইজারা নেন। ইজারাদার সেলিম মিয়া জানান শর্ত মেনে টোল আদায় করতে গিয়ে তাদের ওপড় অতর্কিত মামলা করে তাদের আহত করা হয়েছে।এ ঘটনায় দায়ী হামলাকারিদের বিরুদ্ধে তিনি হামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে ঘটনাস্থল পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় অভিযোগ এলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
বিষয়: #মাধবপুর




সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা
সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মুক্তাদির
সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা
দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা
পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ
সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
গণভোটে রাজনৈতিক দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নিবে সরকার
পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা
