বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » মেঘের বুকে জোছনার আঁচড়
মেঘের বুকে জোছনার আঁচড়
-বিচিত্র কুমার

মেঘের বুকে জোছনার আঁচড় এঁকে,
তুমি আমায় দাও দোলা নিঃশ্বাসে।
দুটো নদীর মতো বুকে বাঁধা স্রোত,
যেন আকাশে ছড়ানো এক বিস্মৃত গান।
তোমার চোখে ঢেউ ওঠে সাগরের নীল,
চাঁদের আলোয় কাঁপে স্পর্শহীন হাত।
মধুর স্বরে মিশে যায় সন্ধ্যার দিগন্ত,
আমাদের ঘর যেন দুলছে বাতাসে।
তোমার হাসির ভেলায় ভেসে যায় ব্যথা,
আলোর মতো ছড়ায় অন্তরের পূর্ণিমা।
তোমার কণ্ঠে ঝরে ফুলের সুঘ্রাণ,
দু’জনের পথ বাঁধা জ্যোৎস্নার ছায়ায়।
যেন নিশীথের নদী তুমি আমায় টেনে,
নিয়তি সাজায় মিলনের পরম গান।
তোমার ঠোঁটের বুকে খেলে দোয়েলের গান,
আমার বুকে জমে এক রূপকথার রাত।
মেঘেরা যেন প্রেমের কথা বলে ফিসফিস,
হাত ধরে রাখো দূর অন্তরের উৎসব।
তোমার স্পর্শে জাগে হৃদয়ের নন্দন,
সৃষ্টি করে ভালোবাসার শেষ শিহরণ।
তোমার চোখে আঁকা আকাশের ছায়া,
আমার বুকের বাগান ঢেকে ফেলে আলো।
এই পৃথিবীর রাত্রি তুমি, প্রহর তুমি,
চুপিচুপি মেলে দাও নিঃশব্দের রোশনাই।
বিষয়: #আঁচড় #জোছনা




মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
ছাতকে নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন
