বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » মেঘের বুকে জোছনার আঁচড়
মেঘের বুকে জোছনার আঁচড়
-বিচিত্র কুমার

মেঘের বুকে জোছনার আঁচড় এঁকে,
তুমি আমায় দাও দোলা নিঃশ্বাসে।
দুটো নদীর মতো বুকে বাঁধা স্রোত,
যেন আকাশে ছড়ানো এক বিস্মৃত গান।
তোমার চোখে ঢেউ ওঠে সাগরের নীল,
চাঁদের আলোয় কাঁপে স্পর্শহীন হাত।
মধুর স্বরে মিশে যায় সন্ধ্যার দিগন্ত,
আমাদের ঘর যেন দুলছে বাতাসে।
তোমার হাসির ভেলায় ভেসে যায় ব্যথা,
আলোর মতো ছড়ায় অন্তরের পূর্ণিমা।
তোমার কণ্ঠে ঝরে ফুলের সুঘ্রাণ,
দু’জনের পথ বাঁধা জ্যোৎস্নার ছায়ায়।
যেন নিশীথের নদী তুমি আমায় টেনে,
নিয়তি সাজায় মিলনের পরম গান।
তোমার ঠোঁটের বুকে খেলে দোয়েলের গান,
আমার বুকে জমে এক রূপকথার রাত।
মেঘেরা যেন প্রেমের কথা বলে ফিসফিস,
হাত ধরে রাখো দূর অন্তরের উৎসব।
তোমার স্পর্শে জাগে হৃদয়ের নন্দন,
সৃষ্টি করে ভালোবাসার শেষ শিহরণ।
তোমার চোখে আঁকা আকাশের ছায়া,
আমার বুকের বাগান ঢেকে ফেলে আলো।
এই পৃথিবীর রাত্রি তুমি, প্রহর তুমি,
চুপিচুপি মেলে দাও নিঃশব্দের রোশনাই।
বিষয়: #আঁচড় #জোছনা




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
