

রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » হবিগঞ্জ » মাধবপুরে সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান
মাধবপুরে সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান
শনিবার (১ জুন) দুপুরে দিকে হবিগঞ্জের মাধবপুর সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।
মাধবপুরে সার্কেল অফিস পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজানসিলেট রেঞ্জ ডিআইজি মাধবপুর সার্কেল অফিসে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী।
এ সময় ডিআইজিকে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। সালাম ও অভিবাদন গ্রহণ শেষে সিলেট রেঞ্জ ডিআইজি মাধবপুর সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টারপত্র খতিয়ে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলার পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।
পরিদর্শন শেষে ডিআইজি মাধবপুর সার্কেল অফিসে কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তাছাড়াও মাধবপুর সার্কেল অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুল ইসলাম খান, তদন্ত ওসি আতিকুর রহমান সহ প্রমুখ।
বিষয়: #মাধবপুর