শনিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।
সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।
ওয়াহিদুর রহমান ::

সুনামগঞ্জ জেলার ছয় থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কে একযোগে বদলির নির্দেশনা জারি করা হয়েছে।
১৯(সেপ্টেম্বর)বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত পত্রে এই আদেশ প্রদান করা হয়।
বদলিকৃতরা হলেন,জেলার তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক এস এম মাইন উদ্দিন,সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল আহাদ,ছাতক থানার পুলিশ পরিদর্শক শাহ আলম,দিরাই থানার পুলিশ পরিদর্শক মোঃ ইখতিয়ার উদ্দিন,জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক আজিজুর রহমান ও বিশ্বম্ভরপুর থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ আব্দুর রাজ্জাকে সুনামগঞ্জ নিরস্ত্র পুলিশ পরিদর্শক লাইন ওআর এ বদলি করা হয়েছে।
এদিকে একই দিন পৃথক আরেক আদেশে সুনামগঞ্জ পুলিশ অফিসের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ দেলোয়ার হোসেন কে তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক, সুনামগঞ্জ পুলিশ অফিসের মাদক বিরোধী সেলের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মোখেলেছুর রহমান আকন্দ কে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক,সুনামগঞ্জ পুলিশ লাইন্সের রেশন স্টোর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)নাজমুল হক কে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক,তাহিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)গোলাম কিবরিয়া হাসান কে ছাতক থানার পুলিশ পরিদর্শক,জগন্নাথপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক(নিরস্ত্র)মোঃজাহিদুল হক কে দিরাই থানার পুলিশ পরিদর্শক,এবং তাহিরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃকাউছার আলম কে বিশ্বম্ভরপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয় জনস্বার্থে তাদের কে বদলি করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।##
বিষয়: #সুনামগঞ্জে একযোগে ছয় থানার ওসির বদলি।।




অপারেশন ডেবিল হান্টে ছাতকে রাজনৈতিক মামলার আসামি গ্রেফতার।।
বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের মনোনয়নপত্র সংগ্রহ
ছাতকে পিডিবির সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে কোটি টাকার ঘুষ-বাণিজ্য
সুনামগঞ্জে মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কঠিন জবাব দিলেন ভুক্তভোগী খোরশেদ আলম
শরিফ ওসমান হাদির মৃত্যু সংবাদে সুনামগঞ্জে এনসিপির উদ্যোগে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ
উন্নয়ন মানে শুধু বড় বড় স্থাপনা নয়, উন্নয়ন মানে মানুষের মুখে হাসি ফোটানো
ছাতকে শহীদ মিনারে বিতর্কিত স্লোগান, ৪৮ ঘণ্টা পার হলেও থানা প্রশাসনের রহস্যজনক নীরবতা !
ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা।
ছাতকে ইউএনও তরিকুল ইসলাম বিদায়ী, নতুন ইউএনও মিজ ডিপ্লোমেসি চাকমা যোগদান করেন এক বছরের প্রশাসনে অর্জন উন্নয়ন–শৃঙ্খলা–মানবিকতার অসামান্য দৃষ্টান্ত !
ছাতকে পৌর পূজা কমিটির বিদায় সংবর্ধনা ইউএনও মোঃ তরিকুল ইসলামকে
