শিরোনাম:
●   রাণীনগরে বিএনপির পার্টি অফিসের জানালা ভেঙ্গে চুরি সংঘটিত ●   রাণীনগরে অপহৃতা কিশোরী উদ্ধার যুবক গ্রেফতার ●   ছাত‌কে লোভী স্বামী‌কে জেল হাজ‌তে প্রেরন ●   নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ●   বিএনপিকে চিরতরে ধ্বংস করতে চেয়েছিলো স্বৈরাচার শেখ হাসিনা-মৌলভীবাজারে রুহুল কবির রিজভী ●   শীঘ্রই বাজারে আসছে ‘দ্য লিজেন্ডারি’ অপো রেনো১৪সিরিজ ●   মাধবপুরে বিদ্যালয়ের সামনে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে ●   মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৫ ড্রেজার জব্দ করেছে কোস্টগার্ড ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ ●   দৌলতপুরের একই পরিবারের ৭ জনসহ বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-৮
ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, বাংলাদেশ। ই-মেইল ঠিকানা:: news@bojrokontho.com অনুগ্রহ করে সংবাদ প্রতিবেদন, ছবি এবং ছোট ভিডিও পাঠান। লগইন করুন: www.bojrokontho.com

Bojrokontho
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » লাইফস্টাইল » স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
প্রথম পাতা » লাইফস্টাইল » স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
১৮০ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক

স্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলকস্যামসাং উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন: ভবিষ্যতের এক ঝলক
উইন্ডফ্রি এসি’র দুর্দান্ত সব ফিচার নিয়ে জানতে চলে আসুন স্যামসাং ও ইলেক্ট্রা’র অভিনব এই আয়োজনে

[ঢাকা, ১৭ সেপ্টেম্বর, ২০২৪] স্যামসাং ইলেক্ট্রনিকস ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আয়োজিত হল উইন্ডফ্রি এয়ার কন্ডিশনার এক্সপেরিয়েন্স জোন। স্যামসাংয়ের নিজস্ব উইন্ডফ্রি প্রযুক্তির অভিনব সব ফিচার নিয়ে বিস্তারিত জানার মাধ্যমে গ্রাহকদের এয়ার কন্ডিশনিংয়ের ভবিষ্যতে ঢুঁ মারার সুযোগ করে দিয়েছে এ আয়োজন। গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেট, উত্তরার সেক্টর ৪ ও মিরপুর ১ -এর ৬ দারুস সালাম রোডের স্যামসাং-ইলেক্ট্রা শোরুমগুলোতে স্থাপন করা হয়েছে এক্সপেরিয়েন্স জোনগুলো।

বেশিরভাগ এসির ফিচার পণ্য বা ব্র্যান্ড-কেন্দ্রিক। ফলে, বাজারের অন্যান্য আধুনিক অ্যাপ্লায়েন্সের চাইতে এসির ফিচারগুলো নিয়ে ভালো মত জানা কিছুটা কঠিন মনে হতে পারে। আর এ সমস্যা দূর করতেই স্যামসাং ও ইলেক্ট্রা যৌথভাবে এক্সপেরিয়েন্স জোন স্থাপনের উদ্যোগ নেয়, যাতে গ্রাহকেরা সরাসরি উইন্ডফ্রি প্রযুক্তি সম্পর্কে জানতে পারেন। ২৩ হাজার মাইক্রো এয়ার-হোলের মাধ্যমে ঠান্ডা বাতাসকে মৃদু এবং সমানভাবে ছড়িয়ে দেয় স্যামসাংয়ের উদ্ভাবনী এই প্রযুক্তি। তাই, অস্বস্তিকর ঠান্ডা বাতাস সরাসরি গায়ে না লাগার ফলে অস্বস্তিকর কোন অনুভূতিও তৈরি হয় না। উইন্ডফ্রি এসি ঘরজুড়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে। ৭৭ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চয় করা এই প্রযুক্তি শুধুমাত্র স্বস্তি ও কার্যকারিতা প্রদানেই সীমাবদ্ধ নয়।

বাজারে নতুন এই এসিগুলোতে টুইন ডিজিটাল ইনভার্টার কম্প্রেসর ব্যবহার করেছে স্যামসাং। এর মাধ্যমে জোরালো শব্দ বা বাড়তি বিদ্যুৎ বিলের ঝামেলা ছাড়াই দ্রুততর সময়ে ঠান্ডা হবে রুম। এছাড়াও এতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত বেশ কিছু স্মার্ট ফিচার। ওয়াইফাই সংযোগ সুবিধা সম্পন্ন এসিগুলো মোবাইলের স্মার্টথিংস অ্যাপের মাধ্যমে যেকোনো স্থান থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই সাথে ভয়েস কমান্ড অর্থাৎ মৌখিক নির্দেশনার মাধ্যমে নিয়ন্ত্রণ সুবিধা বাজারে স্যামসাংয়ের নতুন এসিগুলোকে রীতিমতো অনন্য অবস্থান দিয়েছে।

স্যামসাং ইলেকট্রনিক্সের কনজ্যুমার ইলেকট্রনিক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “গ্রাহকদের ব্যস্ত দিনগুলোতে স্বস্তি দিতে তৈরি করা হয়েছে আমাদের উইন্ডফ্রি এসি। প্রযুক্তির নতুনত্ব সরাসরি অনুভব করতে চান গ্রাহকেরা। তাদের এই চাহিদা পূরণ করতেই আমরা ইলেক্ট্রার অংশীদারিত্বে এ এক্সপেরিয়েন্স জোনগুলো চালু করেছি। এটি স্যামসাংয়ের উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টারও প্রদর্শন।”

ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের প্রোডাক্ট হেড মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, “স্যামসাংয়ের অংশীদারিত্বে দেশের প্রথম উইন্ডফ্রি এসি এক্সপেরিয়েন্স জোন চালু করতে পেরে আমরা আনন্দিত। এক্সপেরিয়েন্স জোনগুলো ঘুরে দেখার মাধ্যমে এই অসাধারণ উইন্ডফ্রি প্রযুক্তি সম্পর্কে জানতে গ্রাহকদের আমন্ত্রণ জানাচ্ছি। এতে করে ব্যবহারকারী-কেন্দ্রিক ও পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনারের ভবিষ্যতের এক ঝলক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

এছাড়া ইলেক্ট্রা শোরুম থেকে স্যামসাংয়ের উইন্ডফ্রি এই এসি’টি কিনলে উপহার ও ক্যাশব্যাক রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এসি’টির ক্রয়মূল্য ৮৪,৯০০ টাকা থেকে শুরু।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ