শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইন আদালত » সিলেট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুজন আটক
সিলেট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুজন আটক
বজ্রকণ্ঠ নিউজঃ

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ৪৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের বড় বাহিরভাগ গ্রামের শমিউর রহমান (৩৪) ও মহেশপুর ইউনিয়নের চরপদ্দভিলা গ্রামের লিয়াকত শেখ (৩৫)।
আটকের পর তাদের তল্লাশি করে ১৬ হাজার টাকা ও ১০ হাজার দুশত ভারতীয় রুপি, দুটো মোবাইলফোন সেট, একটি ভারতীয় এটিএম কার্ড, চারটি ভারতীয় সিমকার্ড, দুটি মেমরি কার্ড উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সীমান্তের মেইন পিলার (নম্বর : ১৩৩৩) থেকে আনুমানিক ১৬০ গজ দূরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে।
জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিল। তবে কি কারণে ভারত যাচ্ছিলেন, এ বিষয়ে তারা কিছু বলেননি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ‘দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে উদ্ধার করা টাকা-ভারতীয় রুপি ও মালামালসহ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে বিজিবি মামলা করেছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
সূত্র: দৈনিক সিলেট
বিষয়: #সিলেট




হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে চোরাই কয়লা ও কার্গো বোটসহ আটক ২
পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার যুগলের ৭ দিনের রিমান্ড আবেদন
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান
দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তা বদলি
ছাতকে পরিবেশ রক্ষায় কঠোর অভিযান, ড্রেজার মেশিন ও বাল্কহেড জব্দ
চাঁদপুরে কোস্টগার্ডের আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষায় গণশুনানি অনুষ্ঠিত
নৌবাহিনীর যৌথ অভিযানে কোটি টাকার অবৈধ জাল জব্দ
অন্তর্বর্তীকালীন সরকারে বিবৃতি রিকশাচালককে কীসের ভিত্তিতে গ্রেফতার, ধানমন্ডি থানার ওসিকে তলব
দাউদকান্দিতে কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ২৩ লক্ষ টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
