

বুধবার ● ২৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » মৌলভীবাজার » মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কোস্টগার্ড ডিজি
মৌলভীবাজারে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কোস্টগার্ড ডিজি
মনির হোসেন ::
ক্যাপশান: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৮ আগস্ট বুধবার সকালে বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসমূহ পরিদর্শন করেছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। তিনি মৌলভীবাজারের বন্যা কবলিত বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করে জনসাধারণ ও সংশ্লিষ্ট সকলের সাথে মতমিনিময় করেন এবং উদ্ধারকার্য, ত্রাণ বিতরণ ও সুচিকিৎসা প্রদানের সাথে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
২৮ আগস্ট বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, মৌলভীবাজারে বিগত কয়েক দিন যাবৎ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৮ আগস্ট বুধবার সকাল হতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, ওএসপি, এনপিপি, এনডিসি, পিএসসি। এছাড়াও তিনি দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং তাদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
তিনি আরও বলেন, উদ্ধার ও ত্রাণ সামগ্রী বিতরণে নিয়োজিত থাকা কোস্টগার্ড সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
ক্যাপশান:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ২৮ আগস্ট বুধবার সকালে বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয়কেন্দ্রসমূহ পরিদর্শন এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী।
বিষয়: #উপজেলা #কুলাউড়া #মৌলভীবাজার