মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » বিনোদন » বাগদান সেরেছেন সেলেনা-বেনি!
বাগদান সেরেছেন সেলেনা-বেনি!
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজঃ

গুঞ্জন উঠেছে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোরের সঙ্গে বাগদানের সেরেছেন হলিউড তারকা সেলেনা গোমেজ।
মুখে কিছু না বললেও সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন গায়িকা। যেখানে দেখা যায়, তাঁর হাতের অনামিকা আঙুলে একটি আংটি; যে আংটিতে রয়েছে ইংরেজি অক্ষর ‘বি’। অনেকেই মনে করছেন, এই ‘বি’ বেনি ব্লাঙ্কোর নামের প্রথম অক্ষর। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন?
তবে বাগদানের গুঞ্জনে মুখ খোলেননি বেনি। তবে এর আগে মার্কিন গণমাধ্যমে সেলেনাকে নিয়ে বলেছিলেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এ পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’
অন্যদিকে প্রাক্তন প্রেমিকদের সঙ্গে তুলনা করে বেনিকে নিয়ে সেলেনা বলেছিলেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’
বিষয়: #বাগদান #বেনি #সেলেনা
      
      
      



    ভণ্ডামি থেকে মুক্তি চাই: আঁখি আলমগীর    
    গয়না চুরির অভিযোগে অভিনেত্রী গ্রেফতার    
    এবার হরর সিনেমায় যুক্ত হচ্ছেন অনীত    
    আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি    
    ভক্তদের চমকে দিলেন জয়া    
    সামান্থার সীমা পরীক্ষার চ্যালেঞ্জ!    
    লেডি অ্যাকশনে ফিরছেন মাহি    
    প্রযোজক রূপে তাসনিয়া ফারিণ    
    ‘মারামারির’ ভার কাঁধে নিয়েছেন নায়িকা মাহি, দিলেন সুখবর    
    পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’    
  