

শনিবার ● ৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » সিলেট » হটাৎ ফের উত্তপ্ত সিলেট নগরী
হটাৎ ফের উত্তপ্ত সিলেট নগরী
বজ্রকণ্ঠ নিউজ প্রতিবেদক
হটাৎ ফের উত্তপ্ত সিলেট নগরী
সিলেট মহানগরের জিন্দাবাজারে শনিবার (৩ আগস্ট) বেলা পৌনে ৩ টায় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীর মধ্যে হঠাৎ উত্তপ্ত দেখা দেয়। সংঘর্ষ শুরু মনে করে মানুষ দিগ্বিদিখ ছুটতে শুরু করেন। ব্যবসায়ীরা দোকানের সাটার লাগিয়ে দেন। তবে কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটেন।
জিন্দাবাজার পয়েন্টে পুলিশ মোতায়েন হয়েছে।
অপরদিকে মহানগরের চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতা বিক্ষোভ করছেন। সেখানেও পুলিশ মোতায়েন রয়েছে।
বিষয়: #উত্তপ্ত #নগরী #ফের #সিলেট #হটাৎ