রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » সাহিত্য ডাইরি » বাসর রাত
বাসর রাত

বাসর রাতে যখন বউকে চুমু খেতে চাইলাম। তখন বউ আমাকে বলল,
– এগুলো পাপ। আমার আম্মু বলছে, একটা ছেলে একটা মেয়েকে চুমু খেলে পাপ হয়। প্লিজ আপনি আমাকে পাপের ভাগীদার বানাবেন না।
বউয়ের মুখে এই কথা শুনে আমার মাথার ছাদ উড়ে গেছে। কি বলে এই মেয়ে? বউকে চুমু খেলে নাকি পাপ হয়?
– আরে আমি তো তোমার স্বামী, আমি তোমাকে চুমু দিলে পাপ হবেনা।
– স্বামী হলে কি হইছে? আপনি তো বেডা মানুষ।
– আজব বেডা হবোনা তো কি বেডি হবো নাকি? তোমার সাথে আমার বিয়ে হয়েছে আর আজ আমাদের বাসর রাত। এখন থেকে আমাদের মধ্যে যা হবে সব হালাল হবে।
– দূর আপনার কথা আমি বুঝিনা। আমি এখন ঘুমব।
– ও বউ।
– বলেন।
– আসো তোমাকে একটু আদর করি।
– পাগল নাকি? আমি কি বাচ্চা নাকি যে আমাকে আদর করতে হবে?
এই মেয়ের কথা শুনে আমার তো খুব রাগ হচ্ছে। ২৪ বছর পরে বিয়ে করছি। চব্বিশ বছরের অপেক্ষার পরে বউ পেলাম। এই মেয়ে দেখি কিছুই বুঝে-না। কতো স্বপ্ন ছিল বাসর রাত নিয়ে। মনে হয় আমার সব স্বপ্ন মাটি হয়ে গেলো।
– আরে এই আদর সেই আদর না।
– তাহলে কোন আদর?
– স্বামী স্ত্রী লাইট অফ করে যেটা করে।
– ওহ সেটা তো জানি। ঠিক আছে লাইট অফ করুন
এই কথা শুনে মনে মনে খুশি হয়ে বললাম - আচ্ছা লাইট অফ করে কি করে স্বামী স্ত্রী?
– ঘুমায়। আর কি করবে?
উত্তর শুনে আমার হাসি মাখা মুখ আবার কালো হয়ে গেলো।
– ঘুমানোর আগে কি করে?
– ভাত খায়।
– দূর বাল।
– আম্মুউউউউউউউউউউউউউউউ।
– কি করছ আম্মুকে ডাকো কেন?
– আপনি আমাকে বকা দেন কেন?
– কই বকা দিলাম।
– এইযে বাল বললেন আমাকে।
– আচ্ছা সরি বউ।
– এভাবে হবে না। কান ধরে ওঠবস করতে হবে। নাহলে আম্মুকে ডেকে সব বলে দেব।
কি যন্ত্রণা। কেন যে এই অল্প বয়সী মেয়েকে বিয়ে করতে গেলাম! এবার বউয়ের কথায় কান ধরে ওঠবস করালাম। দেখলাম মেয়েটা হাসছে।
– বউ শুনো আজ তো আমাদের বাসর রাত। চলো দু’জনকে একটু ভালোবাসা দেই।
– ভালোবাসা কেম্নে দেয়?
ইচ্ছে করছে নিজের মাথার সব চুল নিজের হাটে ছিড়ে ফেলতে। নিজেকে শান্ত রেখে আবার কইলাম।
– শুনো বেশি কিছু চাইনা। তোমাকে একটু জড়িয়ে ধরি?
– এহ! না না ভুলেও না আমি কিন্তু আম্মুকে বলে দেব।
এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রেগেমেগে বউকে জোর করে জড়িয়ে ধরলাম, এমনি বউ জোরে কামড়ে একটা কিক মারলো, আমি ছিটকে খাট থেকে পরে গেলাম, ওমাগো কি ব্যথা ঘুমটা ভেঙে গেল….
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সংগৃহীত
বিষয়: #বাসর #রাত




ছড়াকার মিলু কাসেম: সিলেটের সাহিত্য-সংস্কৃতির উজ্জ্বল এক নক্ষত্রের বিদায়
বিশ্বনাথে সাহিত্যচর্চা ও সমাজসেবায় অনন্য মিজানুর রহমান মিজান!
ড. মুমিনুল হক একাডেমির নতুন কমিটির আত্বপ্রকাশ।
‘অঞ্জলি লহ মোর’ ম্যুরাল ভাঙচুর, ১২০ জনের প্রতিবাদ
এক্সিবিশন এবং বই প্রকাশনীর মাধ্যমে শেষ হচ্ছে “গঙ্গাবুড়ি-রিভার হেরিটেজ প্রকল্প” চলবে ২৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত
বাংলার শব্দচাষী’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও ঈদ সংখ্যা ২০২৫ বইয়ের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা
সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন
প্রেম করেছো নিজের ইচ্ছায়
সে ফিরে আসবেই
একুশে বইমেলায় মোংলা সাহিত্য পরিষদের যৌথ কাব্যগ্রন্থ ‘বিষন্ন মেঘ’
