রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিকের ওপর হামলা, কোটাবিরোধীদের বিরুদ্ধে মামলা
সাংবাদিকের ওপর হামলা, কোটাবিরোধীদের বিরুদ্ধে মামলা
বজ্রকণ্ঠ নিউজ :

সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে রাজধানীর শাহবাগে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে সময় টেলিভিশন। মামলায় হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের ওপর হামলা, গতিরোধ, ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়েছে।
১৩ জুলাই, শনিবার সময় টেলিভিশনের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান বাদি হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান।
তিনি বলেন, এজাহারে নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করা হয় । অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তোহা খান তামিম (৩৭) এবং ক্যামেরাম্যান সুমন সরকারকে (৩৬) উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন আন্দোলনকারীরা। এরপর আন্দোলনকারীরা সাংবাদিক তোহা খান তামিম ও সুমনকে লক্ষ্য করে কয়েকটি বড় বড় ইট ছুড়ে মারতে থাকেন। যার একটি তামিমের বাম হাতের ওপর এসে পড়ে।
পরে আন্দোলনকারীরা সুমনের হাত থেকে ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রটি কেড়ে নেয়ারও চেষ্টা করেন এবং তামিমের হেলমেট খুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় সজোরে আঘাত করেন। আন্দোলনকারীরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে আন্দোলন চলাকালে পুলিশের যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং মারধরের অভিযোগ এনে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে একই থানায়।
শুক্রবার (১২ জুলাই) রাতে রাজারবাগ পুলিশ লাইনসের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায়ও নির্দিষ্ট নাম উল্লেখ করে আসামি করা হয়নি।
বিষয়: #ওপর #কোটাবিরোধী #বিরুদ্ধে #মামলা #সাংবাদিক #হামলা
      
      
      



    সিলেট-২ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী লুনা    
    সিলেট-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী মুক্তাদির    
    সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা    
    দুই শতাধিক আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা    
    পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল    
    নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে   সাড়ে ৫ হাজার কেজি জাটকা জব্দ    
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-দপ্তর সম্পাদকের পদত্যাগ    
    সংকটময় মুহূর্তে দেশ, কোন দিকে যাবে নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি    
    গণভোটে রাজনৈতিক দলগুলো একমত না হলে সিদ্ধান্ত নিবে সরকার    
    পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা    
  