শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে
প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে
মিজানুর রহমান মিজান

সুন্দর সুপ্রভাতে চলছি পথে
দ্বিধাহীন মনোরথে।।
স্বচ্ছ সতেজ মনে, ফুল ফুটে কাননে
নাহি ঝরে অকারনে,বাস নির্ভিক চিত্তে।।
কি অপরুপ দৃশ্য স্বরুপ
পৃথিবীর রুপ ভরপুর স্নিগ্ধতাতে।।
নাহি উত্তাপ বকে না প্রলাপ
শান্তির আলাপ মন বনেতে।।
ঝিরি ঝিরি বায়ু বাড়ে আয়ু
সুখানু ছড়ায়ু উদাসী প্রাণেতে।।
কাটুক প্রহর বয়ে নহর
নিরব নিথর প্রাণোচ্ছ্বাস ক্ষণেতে।।
বিষয়: #ক্ষণেতে #প্রাণোচ্ছ্বাস




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
