মঙ্গলবার ● ৯ জুলাই ২০২৪
প্রথম পাতা » কবি ও কবিতা » সত্যের ঝান্ডা
সত্যের ঝান্ডা
মিজানুর রহমান মিজান

মানুষ হয়ে জন্ম এ ধরায়
থাকার কথা মানবিক নীতি নৈতিকতায়।।
করি অমান্য যার, জন্য সঞ্চিতের আশায়
সে কি আমার হয়,নেয় কি দায়
স্ত্রী-পুত্র আত্মীয়-স্বজন, গুষ্টি সবায়।।
দায় যার যার, নহে অন্য কার স্পষ্ট আছে
বেখেয়ালী হলাম, প্রয়োজন মিটালাম উপযাচে
মোহ মায়ায় তরী চালায়, একান্ত ভরসায়।।
এ যে মরিচিকা শুধু প্রহেলিকা, নহে বাজিমাৎ
পুরাতে স্বপ্ন হলে নগ্ন, প্রাপ্তি চপেটাঘাত
বাঁচবে বাঁচবে সতর্ক থাকবে, সত্যের ঝান্ডায়।।
বিষয়: #ঝান্ডা #সত্যে




অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
ক্লান্ত পথের স্নিগ্ধ সু-গন্ধি
গেম ছাড়ো বই পড়ো
