মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » সুনামগঞ্জ » দুই বলয়ের দুই প্রার্থীর বিপরীতে মাঠে দুই ‘বিদ্রোহী’
দুই বলয়ের দুই প্রার্থীর বিপরীতে মাঠে দুই ‘বিদ্রোহী’
সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচিত প্রার্থীদের সকলেই ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা হলেও তারা রাজনীতি করেন পৃথক বলয়ে। এখানাকার দুই যুগের গ্রুপিং রাজনীতির জেরে উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা কে কোন বলয়ের, সেই পরিচয় সামনে নিয়ে আসছেন সাধারণ ভোটাররা। তবে বিবদমান দুটি বলয় নিজেদের প্রার্থী ঘোষণা করলেও একজন করে ‘বিদ্রোহী’ রয়ে গেছেন ভোটের মাঠে। বলয়ের ‘বিদ্রোহী’রা বেশি ভোট টানলে বিপাকে পরবেন বলয়-সমর্থিত প্রার্থীরা।
ছাতকে আওয়ামী লীগের রাজনীতিতে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বনাম পৌর মেয়র কালাম চৌধুরী ও তাঁর ভাই শামীম চৌধুরীর নেতৃত্বে প্রায় দুই যুগ ধরে দ্বিধাবিভক্ত। প্রতিটি বলয়ের রয়েছে ‘নিজস্ব’ কমিটি। দলীয় কর্মসূচি পালন হয় পৃথক ব্যানারে।
এর মাঝে গেল সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে হারেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ শামীম চৌধুরী। সংসদ নির্বাচন কেন্দ্রিক বিরোধের রেশ ‘তাজা’ থাকতেই কড়া নাড়ে উপজেলা নির্বাচন। দলীয় প্রতীকবিহীন নির্বাচনকে নিজেদের শক্তি-সামর্থ আর জনসমর্থন দেখানোর সুযোগ হিসেবে নেয় দুটি গ্রুপ। দুই গ্রুপ থেকে দুজন করে প্রার্থী হন চেয়ারম্যান পদে।
স্থানীয় সূত্র জানায়, চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম কিরণ ও সাদাত হোসেন লাহিন এমপি বলয়ের রাজনীতি করেন। তাদের মধ্যে কিরণকে নিজেদের প্রার্থী হিসেবে ‘সমর্থন’ দেয় এমপি বলয়। তবে বলয়ের সমর্থন না পেলেও ভোটের মাঠে ‘বলয়-বিদ্রোহী’ হিসেবে নিজের শক্তিতে লড়ছেন বর্তমান ভাইস চেয়ারম্যান লাহিন।
অন্যদিকে, অপর দুই প্রার্থী আওলাদ আলী রেজা ও মাহমুদ আলী কালাম-শামীম গ্রুপের রাজনীতিতে করেন। নির্বাচনের শুরুতে বলয়ের প্রার্থী করা নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রেজা পান বলয়ের সমর্থন। এরপর দক্ষিণ ছাতক নির্ভর আঞ্চলিকতাকে চাঙ্গা করতে উদ্যোগী হন যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী মো. মাহমুদ আলী। উপজেলার দক্ষিণ এলাকার চারটি ইউনিয়নকে ঐক্যবদ্ধ করে নিজের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছেন তিনি। ঐক্যে সফল হলে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে ছাতকে।
উল্লেখ্য, ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ছাতক উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৭১৩ জন। আগামী ২৯ মে তৃতীয় ধাপে ইউ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
বিষয়: #বিদ্রোহী




সুনামগঞ্জে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় অভিযান
সুনামগঞ্জে ভূয়া জুলাইযোদ্ধা ফয়ছলের বিরুদ্ধে সচিব ও বিভাগীয় কমিশনার বরাবরে অভিযোগ !
সুনামগঞ্জে স্থানীয় গণদাবী পূরণে এনসিপির উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জের হলহলিয়ায় ১৯টি বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় দ্রুতবিচার আইনে মামলা
ছাতকে সুনামগঞ্জ জেলা প্রশাসক পরিদর্শনে কাজি আরিয়ান জিসান উমাইয়া একাডেমিতে আলোচনা সভা।
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের অপসারণের দাবীতে ছাত্রজনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ছাতকে ৮০ বছরের জমি বিরোধে প্রশাসনিক পরিমাপ, উত্তেজনা চরমে; ইউএনও’র বিরুদ্ধে মসজিদের মাইকে অপপ্রচার
