বুধবার ● ১৭ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » দৌলতপুর (কুষ্টিয়া) » দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন
খন্দকার জালাল উদ্দীন:
![]()
কুষ্টিয়ার দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে দৌলতপুরে স্মৃতিস্তম্ভ শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। এই অর্জনকে সমুন্নত রাখতে সবাইকে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে দৌলতপুরের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।
তবে বেশ কিছু ক্রটি চোখে পড়ার মত যেমন-ছিলনা পুরুস্কার বিতরণী মঞ্চ, বিজয় মেলা ষ্টল ছিল এক প্রকার শুন্য, যথেষ্ট ছিলনা মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের বসবার জায়গা, ছিলনা শৃংখলা, দায়সারা পরিবেশনার মধ্যদিয়ে ঢিলেঢালা ভাবে শেষ হয়েছে মহান বিজয় দিবস।
বিষয়: #দিবস #দৌলতপুর #পালন #বিজয় #মর্যাদা #মহান #যথাযোগ্য




দৌলতপুর পাকিস্তানী হানাদার মুক্ত দিবস আজ
আজ বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিকুল আলমের ৫৪ তম মৃত্যু বার্ষিকী
দৌলতপুর মহিষকুন্ডি মাঠপাড়া গ্রামে এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা
দৌলতপুরে ৪৭ বিজিবি জামালপুর বিওপির টহলদল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে
দৌলতপুরে ভাদালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরিফার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
দৌলতপুর মরিচা ইউনিয়নে পদ্মা নদীর ভাঙ্গন চরমে আতংকিত এলাকাবাসী
দৌলতপুরে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু
দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি ॥ যুবককে অস্ত্রের মুখে অপহরণ করেছে সন্ত্রাসীরা
