শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » জাতীয় » ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা
ভূমিকম্পে শাহজালাল বিমানবন্দরে খসে পড়লো বিমের পলেস্তারা
বজ্রকণ্ঠ ::
ভূমিকম্পে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমের পলেস্তারা খসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। ক্ষতিগ্রস্ত পলেস্তারা মেরামত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা ভূমিকম্পে বিমানবন্দরের টার্মিনাল-২-এর দ্বিতীয় তলায় ক্যানোপির (আচ্ছাদন) একটি বিমের পলেস্তারা খসে পড়ে। তবে তা কোনো যাত্রীর ওপর পড়েনি। এছাড়া মূল কাঠামোর কোন সমস্যা হয়নি। এ কারণে বিমানবন্দর দিয়ে যাত্রীদের যাতায়াতে কোনো সমস্যা হচ্ছে না।
ভূমিকম্পের সময় ক্যানোপিতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ভূমিকম্প চলাকালে উপস্থিত যাত্রীরা আঁতকে ওঠেন। এদিক-সেদিক দৌড়াতে থাকেন। ক্যানোপিতে যেসব যাত্রী এবং তাদের স্বজনরা ছিলেন, তারাও নিরাপদ স্থানে যেতে থাকেন। এর মধ্যে দ্বিতীয় তলায় চার নম্বর ফটক-সংলগ্ন ভিমের পলেস্তারা খসে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পরে দ্রুত সময়ের মধ্যে তা মেরামত করা শুরু করে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিষয়: #খস #পলেস্তারা #পড়লো #বিম #বিমানবন্দর #ভূমিকম্প #শাহজালাল




রিজভীর পা ছুঁয়ে সালাম করা সার্জেন্টকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার
নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিএসসিসির নতুন প্রশাসক হলেন মাহমুদুল হাসান
পাবনা মানসিক হাসপাতালসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন
জুলাই সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ
বুধবার থেকে টানা ৪ দিনের ছুটি শুরু
খাগড়াছড়িতে সহিংসতা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ: আইএসপিআর
এবার ভোট দিতে পারবেন হাজতীরা: সিইসি
মায়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ পণ্যসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
