শনিবার ● ৮ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » রংপুর » ফুলবাড়ীতে মানব পাচার কালে এক ভারতিয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে ২৯ বিজিবি
ফুলবাড়ীতে মানব পাচার কালে এক ভারতিয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে ২৯ বিজিবি
![]()
মো.জাহাঙ্গীর হোসেন ,ফুলবাড়ী (দিনাজপুর):
দিনাজপুরে ফুলবাড়ী রসুলপুর বিওপি ক্যাম্প এলাকায় বাংলাদেশের অভ্যান্তওে সংঘবন্ধ মানব, নারী ও শিশু পাচারকারী চক্রের ১ জন সদস্য ও ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে দিনাজপুর ২৯ বিজিবি ।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সুত্রে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ১০ টায় ২৯ বিজিবি অধিনস্থ রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সুত্রে জানতে পারে যে, ভারত ও বাংলাদেশ এর শুন্যে রেখায় বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত ঘেষা রসুলপুর (পলিপাড়া) গ্রামে মৃত জহিরুল চৌধুরী ছেলে মো. আফিত বাড়ীতে ভারতিয় অবস্থান করছে । পরে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সাথে নিয়ে জহির চৌধুরীর বাড়ী তল্লাসি করলে সেখান থেকে ১জন ভারতিয় নাগরিকসহ মোট ৬ জনকে সন্দেহ জনক হিসাবে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার নোইল থানার মারগ্রাম এলাকার সতীশ বর্মন এর ছেলে নেপাল বর্মন (২৯),নওগাঁ জেলার মহাদেবপুর থানার শালবাড়ি গ্রামের ওমর বর্মন এর কন্যা জলি রানী(৩০), একই গ্রামের মিঠু চন্দ্র এর কন্যা তনুশ্রী রানী (১০) , ও রাজশ্রী রানী নওগাঁ জেলার পত্নীতলা থানার বড় চাঁদপুর গ্রামের মৃত নিতাই চন্দ্র দাস এর ছেলে শ্রী বিজন কুমার দাস(৫৫) , একই গ্রামের শ্রীমতি লিপি রানী দাস(৪৭) স্বামী শ্রী বিজন কুমার দাস।
এ বিষয়ে গতকাল রাতে এক প্রেস ব্রিফিংয়ে মানব পাচারকারী সদস্যদের বিষয়ে লিখিত বক্তব্য প্রদান করেন, ফুলবাড়ী ব্যাটেলিয়ান ২৯ বিজিবি অধিনায়ক লে: কর্নেল এ এম জাবের বিন জব্বার, তিনি বলেন ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়া সংশ্লিষ্ট সকল সরকারি প্রতিষ্ঠান সমূহকে এ বিষয়ে অবগত করা হয়েছে এবং প্রতিপক্ষ ভারতীয় বি এস এফ ব্যাটেলিয়ানকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।
বিষয়: #নাগরিক #পাচার #ফুলবাড়ী #বিজিবি #ভারতীয় #মানব




ফুলবাড়ীতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা অপসারনের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার স্থাপন বিষয়ে অবহিত করণ সভা
ফুলবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে সাড়ে ৭ বিঘা জমির ধান নষ্ট করেছে দুর্বৃত্তরা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিরামপুরে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ফুলবাড়ীতে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে ওয়ানডে ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ডা.আব্দুল আহাদ
ফুলবাড়ী এসিল্যান্ডকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্বর্ধনা প্রদান
ফুলবাড়ীতে হত্যার ২৩ দিন পর নিহত সবুজের মাথা উদ্ধার করেছে থানা পুলিশ
ফুলবাড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
