

বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » সাংবাদিকদের সাথে জয়পুরহাট শহর পেশাজিবী শাখার মতবিনিময় সভা
সাংবাদিকদের সাথে জয়পুরহাট শহর পেশাজিবী শাখার মতবিনিময় সভা
মোফাজ্জল হোসেন বাবু, জয়পুরহাট:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর জামায়াতের পেশাজীবী শাখা-এর উদ্যোগে শহরের স্থানীয় ছমির রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহর নায়েবে আমির ও শহর পেশাজীবী‘র সভাপতি মাও: আব্দুর রহিম সভাপতিত্বে প্রধান অতিথ ‘র বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।
শহর পেশাজীবী সেক্রেটারি আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা পেশাজীবী সভাপতি ও আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাও: সাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় নেতারা বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে মিডিয়ার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে মিডিয়া অনেকটাই স্বাধীনভাবে কাজ করছে। তাই সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা এবং জাতির সামনে সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে উপস্থাপন করা। জামায়াতে ইসলামী যে আদর্শে বিশ্বাস করে তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
সভা শেষে অতিথিরা সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও এমন মতবিনিময় সভা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়: #জয়পুরহাট #পেশাজিবী #মতবিনিময় #সাংবাদিক

