

বৃহস্পতিবার ● ১৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » দিনাজপুরে ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
দিনাজপুরে ফুলবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর):
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে দিনাজপুরে ফুলবাড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসাহাক আলী । পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ফুলবাড়ী উপজেলা পরিষদ ও ফুলবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের চত্বরেই শেষ হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া শিক্ষন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী প্রাথমিকের শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিক্ষন কার্ষক্রম পর্ষবেক্ষণ করেন। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হাতের মাধ্যমে অনেক জীবানু ছড়াই। এজন্য খাবারের পূর্বে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিষ্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাফর আরিফ চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা মোঃ সোহানুর রহমান সুমন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
বিষয়: #দিনাজপুর #ধোয়া #ফুলবাড়ী #বিশ্ব #হাত

