

শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের বিক্ষোভ
বজ্রকণ্ঠ
সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবশে করে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে অবস্থান নেন তারা।
এ সময় বিক্ষোভ করতেও দেখা যায় জুলাই যোদ্ধাদের। মঞ্চ থেকে মাইকে ঘোষণা দিয়ে তাদের শান্ত হয়ে আসন গ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
জুলাই যোদ্ধাদের অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেয়া হয়নি।
তাদের দাবি, ঐকমত্য কমিশনের সদস্যরা যাতে মঞ্চের সামনে এসে তাদের দাবি দাওয়া শোনেন।
বিষয়: #জুলাই #দক্ষিণ #প্লাজা #বিক্ষোভ #ভবন #যোদ্ধা #সংসদ

