বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
সৈয়দ মিজান::
![]()
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবর ও জনসাধারণের ভেতর আলোচনা ও বিভ্রান্তির প্রেক্ষিতে অনলাইন টিকেটিং প্ল্যাটফর্ম সহজ স্পষ্ট করে জানিয়েছে সহজ ও সহজক্যাশ দুটি সম্পূর্ণ ভিন্ন প্রতিষ্ঠান। তাদের মধ্যে কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সহজক্যাশ নামক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) বিজ্ঞাপন থেকে বিভ্রান্তির সূত্রপাত হয়। বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি নিজেদের নতুন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরুর ঘোষণা দেয়। বিজ্ঞাপনটি দেখে অনেকে তা অনলাইনে টিকিট বিক্রির বিশ্বস্ত প্ল্যাটফর্ম সহজ-এর সঙ্গে গুলিয়ে ফেলেন। অথচ দুই প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনকি বানানেও পার্থক্য রয়েছে।
এ বিজ্ঞাপন প্রকাশের পরপরই বাংলাদেশ ব্যাংক একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে সতর্ক করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহজক্যাশ বাংলাদেশে এমএফএস চালু করার অনুমোদন নেয়নি বা আবেদনও করেনি। ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে আর্থিক লেনদেনে না জড়াতে জনসাধারণকে অনুরোধ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সহজ বাংলাদেশ ব্যাংকের দ্রুত পদক্ষেপেকে স্বাগত জানিয়ে বলেছে, এতে জনস্বার্থ সুরক্ষিত হয়েছে ও বিভ্রান্তি দ্রুত দূর হয়েছে।
সহজ-এর প্রধান মানবসম্পদ ও পরিচালন কর্মকর্তা কর্নেল মো. আমিনুল হক, বিজিবিএম, পিপিএমএস (অব.) বলেন, “সহজ সবসময় স্বচ্ছতা ও আস্থার জায়গায় থেকেছে। আমরা আমাদের ব্যবহারকারী ও অংশীদারদের আশ্বস্ত করতে চাই যে, সহজ-এর সঙ্গে সহজক্যাশ নামের কোনো প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। আমরা সততা ও নিয়ম মেনে গ্রাহকদের সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নাম নকল করা কখনোই ভালো দৃষ্টান্ত নয়—এতে কেবল বিভ্রান্তি ও অপ্রয়োজনীয় সমস্যার সৃষ্টি হয়।”
বাংলাদেশের ডিজিটাল সেবায় সহজ দীর্ঘদিন ধরে একটি বিশ্বস্ত নাম। প্রতিষ্ঠানটি লাখো মানুষের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও উদ্ভাবনী অনলাইন টিকিটিং সেবা দিয়ে আসছে। নিয়ম মেনে চলা, স্বচ্ছতা ও সেবার মান বজায় রাখাকে সমসময় গুরুত্ব দিয়ে এসেছে সহজ।
সহজ তাদের ব্যবহারকারী, অংশীদার ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ও প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক তথ্য কেবল সহজ-এর অফিশিয়াল প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করতে অনুরোধ করছে।
বিষয়: #নেই #সম্পর্ক #সহজ #সহজক্যাশ




সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
রেমিট্যান্স যোদ্ধাদের সুরক্ষায় গার্ডিয়ান ও ক্লিনিকলের যৌথ উদ্যোগ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে গ্রাহকদের সাথে কথা বললেন টেলিনর সিইও
মেটলাইফের বীমা সেবা গ্রহণ করবে আত্মবিশ্বাস
