

মঙ্গলবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » অপ্রিয় সত্য প্রকাশ
অপ্রিয় সত্য প্রকাশ
বিপুল চন্দ্র রায়
চারপাশে দেখি শত মিথ্যার জয়গান,
প্রতারণার বিষে জর্জরিত প্রতিটা সকাল।
মুখোশের আড়ালে হাসে কত মুখ,
হৃদয়ের গভীরে জমে আছে কত দুখ।
আজকাল বড় কঠিন অপ্রিয় সত্য প্রকাশ,
তবুও বলি সত্য, নেই কোনো অবকাশ।
মিথ্যের সাজানো শহরে সত্য বড় একা,
ভালোবাসার নামে চলে শুধু মিথ্যে কেনা-বেচা।
স্বার্থের এই বাজারে সম্পর্ক বড্ড ঠুনকো,
টাকার কাছে মানুষ আজ বড্ড তুচ্ছ।
নীতি আর আদর্শ সবই যেন পুরনো কথা,
ধর্ম-কর্ম-নীতি সবই যেন গীতিকথা।
আলোর মুখোমুখি হোক মিথ্যের যত দেয়াল,
তবু আমি গাইব আজীবন সত্যের জয়গান।
একা হলেও থাকব অবিচল সত্যের পক্ষে,
কারণ সত্যই এনে দেবে নতুন এক সকাল।
বিষয়: #অপ্রিয় #প্রকাশ #সত্য