

শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নোয়াখালী » উপজেলা প্রেসক্লাব সেনবাগের গঠনতন্ত্র অনুমোদন
উপজেলা প্রেসক্লাব সেনবাগের গঠনতন্ত্র অনুমোদন
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের সংগঠন উপজেলা প্রেসক্লাব সেনবাগ-এর গঠনতন্ত্র অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে উপজেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি নিজাম উদ্দিন খোন্দকার। সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মো. সামছুল হক।
সভায় ৩০ ধারা ও অসংখ্য উপধারা সম্বলিত গঠনতন্ত্র সাধারণ সদস্যদের সামনে উপস্থাপন করেন গঠনতন্ত্র প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন। পরবর্তীতে সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন আলো গঠনতন্ত্র পাঠ করেন।
গঠনতন্ত্র পর্যালোচনা ও আলোচনায় অংশ নেন সহ-সভাপতি মোহাম্মদ হারুন, সহ-সাধারণ সম্পাদক মো. মনোয়ারুল হক ও মো. আমির হোসেন লিটন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম রাজু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে। এছাড়া সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ, প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ মিন্টু, দপ্তর সম্পাদক মো. হাবিবুর রহমান হারুন, সমাজকল্যাণ সম্পাদক মো. আবদুল মোতালেব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল খালেক ভূঁইয়া প্রমুখ।
আলোচনা শেষে সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়। বক্তারা সময়োপযোগী, সাবলীল ও প্রাঞ্জল ভাষায় প্রণীত এ গঠনতন্ত্রের জন্য উপকমিটির সদস্য ও সভাপতি নিজাম উদ্দিন খোন্দকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বিষয়: #অনুমোদন #উপজেলা #গঠনতন্ত্র #প্রেসক্লাব #সেনবাগ