

শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আনসার আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী
সুনামগঞ্জে সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা আনসার আলীর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে সাবেক ইউপি সদস্য আনসার আলী (৫২) কে কোপিয়ে গুরুতর জখম করেছে গ্রাম্য প্রতিপক্ষরা। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর মধ্যপাড়া গ্রামস্থিত আনসার আলীর ঔষধের ফার্মেসীতে প্রকাশ্য দিবালোকে উক্ত হামলার ঘটনা ঘটে। প্রত্যেক্ষদর্শীরা জানান, সৈয়দপুর মধ্যপাড়া গ্রামের পল্লী চিকিৎসক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুরমা ইউনিয়ন কমিটির বর্তমান আহবায়ক কমিটির সদস্য এবং সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আনসার আলীর সাথে গত ১৭ বছর ধরে গ্রাম্য প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী ওরফে আম্বর আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের ধারাবাহিকতায় একের পর এক হামলা মামলায় নিরীহ আনসার আলী ও তার পরিবারবর্গকে নানাভাবে নির্যাতন চালায় আশরাফ আলী ওরফে আম্বর আলী ও তার গোত্রীয় লোকজন। শনিবার পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম্য প্রতিপক্ষ রহমত আলীর স্ত্রী সৈয়দবানু,কন্যা সুমী আক্তার, পুত্র আশরাফ আলী ওরফে আম্বর আলী ও আম্বর আলীর স্ত্রী আয়েশা বেগম বটিদা ও রামদায়ের কোপে আনসার আলীর দুই পা ও উরুতে কোপিয়ে জখম এবং ডান হাতসহ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে লোহার রডের উপর্যূপরী বারীতে গুরুতর জখম করেছে বলে জানিয়েছেন স্বয়ং আহত আনসার আলী। ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৫ তলার ৩০ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।
সংবাদ পেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ সোহেল মিয়া,ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন,জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মনোয়ার হোসেন,সুরমা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মানিক মিয়া,আহবায়ক কমিটির সদস্য মোঃ জহুর মিয়া,ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফজর আলী,মোঃ কামাল মিয়া ও আব্দুর রাজ্জাকসহ এলাকার রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা জেলা সদর হাসপাতালে বিএনপি নেতা আনসার আলীকে দেখতে যান। তারা বিএনপি নেতা আনসার আলীর উপর বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসী যারাই হউকনা কেন অবিলম্বে তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়: #এনজিও #চক্ষু #দিল #পদক্ষেপ #বিনামূল্যে #রোগীদেরকে #সুনামগঞ্জে #সেবা