বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আলোকিত ব্যক্তিত্ব » ড. আজিজুল আম্বিয়া পেলেন “গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025″
ড. আজিজুল আম্বিয়া পেলেন “গ্লোবাল প্রপার্টিজ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2025″
লন্ডন প্রতিনিধি
![]()
বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর যুক্তরাজ্য প্রতিনিধি, ভারতের জয়বাংলা পত্রিকার যুক্তরাজ্য প্রতিনিধি এবং প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণের যুক্তরাজ্য প্রতিনিধি ড. আজিজুল আম্বিয়া “Global Properties Excellence Awards 2025” অর্জন করেছেন।
গত ১১ আগস্ট ২০২5 তারিখে ভারতের মুর্শিদাবাদে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও সামাজিক দায়বদ্ধতার প্রচারে তাঁর দীর্ঘদিনের অবদানকে স্বীকৃতি জানিয়ে এ পুরস্কার দেওয়া হয়েছে।
ড. আজিজুল আম্বিয়া এ উপলক্ষে বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়—এটি তাদের সবার, যারা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অনুপ্রেরণা দিয়েছেন। এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীল ও নিষ্ঠাবানভাবে কাজ করার প্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, ড. আজিজুল আম্বিয়া আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবাসী বাঙালিদের কল্যাণ, সংস্কৃতি প্রচার ও সংবাদ জগতে নিরলস অবদানের জন্য বিশেষভাবে পরিচিত।
বিষয়: #অর্জন #আজিজুল #আম্বিয়া




স্মরণে সাংবাদিকতার প্রথিক জেড এম শামসুল: সাদাসিধে জীবনে আলোর দিশারী
ফকির দুর্ব্বিন শাহ: ভাটি বাংলার মরমি বাউল সাধক
মাহরিন চৌধুরী: সোনার হরফে লেখা অনন্য শিক্ষকের নাম
“বিশিষ্ট সমাজসেবক, আলহাজ্ব জয়নাল হোসেন এর মৃত্যুতে একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন অব মৌলভীবাজার এর শোক প্রকাশ;
অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রয়াত সিলেটের বিশিষ্ট কবি মুকুল চৌধুরী ও প্রাবন্ধিক সিরাজুল হক স্মরণে স্মরণ সভা।
লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ এর ধারাবাহিক গ্রন্থ আলোচনা-০৩ ভালোবাসার বহিরাবরণ: গ্রন্থটি সমাজ, প্রেম ও মানবজীবনের প্রতিচ্ছবি..। আলোচক- কবি এম আর ঠাকুর।
মৌলভীবাজারের কবি, লেখক, সাংবাদিক সৌমিত্র দেবের স্মরণ সভা অনুষ্ঠিত
আলোকময় মানুষ। আলো জ্বালানোর কারিগর আবদুল্লাহ আবু সায়ীদ
কে এই মনীষী এশিয়া উপমহাদেশে মুহাদ্দিস ছাহেব বলে খ্যাত। ।
