

শুক্রবার ● ৯ মে ২০২৫
প্রথম পাতা » আলোকিত ব্যক্তিত্ব » অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রয়াত সিলেটের বিশিষ্ট কবি মুকুল চৌধুরী ও প্রাবন্ধিক সিরাজুল হক স্মরণে স্মরণ সভা।
অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রয়াত সিলেটের বিশিষ্ট কবি মুকুল চৌধুরী ও প্রাবন্ধিক সিরাজুল হক স্মরণে স্মরণ সভা।
প্রেস বিজ্ঞপ্তি ::
ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের আয়োজনে,সিলেটের সাহিত্য ক্যাফে আজ ০৯ মে/২০২৫ শুক্রবার বাদ আসর,সদ্য প্রয়াত সিলেটের বিশিষ্ট কবি মুকুল চৌধুরী ও প্রাবন্ধিক সিরাজুল হক স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি লোক গবেষক আবু সালেহ আহমদ এর সভাপতিত্বে উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন -
কবি ও ছড়াকার শাহাদত বখ্ত শাহেদ, প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছড়ালোক, ঢালপত্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -কবি ও গল্পকার জনাব মো:নুরুল হক সহকারী পোস্ট মাস্টার জেনারেল (অব:) সিলেট। বিশিষ্ট কবি ও অনুবাদক রাজা রাকিব।
কবি ও ছড়াকার একলাছুর রহমান।
সঞ্চালনায় ছিলেন - নাসরিন সুলতানা মহিলা বিষয়ক সম্পাদক, ইউ এস এ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম।
পবিত্র কুরআান থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম সম্পাদক মো:ওমর ফারুক।
অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ সভাপতি কবি ছয়ফুল আলম পারুল,সহ সভাপতি মো রেজাউল করিম ,শুভেচ্ছা বক্তব্য রাখেন তরুণ সংগঠক মো রিপন মিয়া, সহ সম্পাদক দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শামসাদ, বিশিষ্ট উপস্থাপিকা ও লেখক তাছলিমা খানম বীথি, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন বেগ, প্রচার সম্পাদক মো সুয়েজ হোসেন ,সাহিত্য সম্পাদক আরাফাত মিয়া,সংস্কৃতি সম্পাদক জিয়াউর রহমান জিয়া,কবি হাসান চৌধুরী, সদস্য ফয়সাল আহমেদ প্রমুখ।
বিষয়: #অনুষ্ঠিত #কবি #চৌধুরী #প্রাবন্ধিক #প্রয়াত #বিশিষ্ট #মুকুল #সদ্য #সভা #সিরাজুল #সিলেট #স্মরণ #হক
