

শনিবার ● ২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কালস্রোত » প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের মরদেহ উদ্ধার, উপড়ানো ছিল হাতের নখ
প্রেমিকার বিয়ের দিনে প্রেমিকের মরদেহ উদ্ধার, উপড়ানো ছিল হাতের নখ
বজ্রকণ্ঠ ::
নড়াইলের লোহাগড়ায় প্রেমিকার বিয়ের দিন প্রেমিক সৈয়দ মাসুম বিল্লাহর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাসুম বিল্লাহর বাম হাতের একটি আঙুলের নখ উপড়ে ফেলার আলামত থাকায় পরিবার এটি ‘পরিকল্পিত হত্যা বলে দাবি করছে।
নিহত মাসুম বিল্লাহ উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর অচেতন অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে এক ইজিবাইক চালক সুজনকে উদ্ধার করে লোহাগড়াউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। বিকালে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিজেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাসুমের স্বজনরা জানান, শালনগর ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে মাসুমের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ের খবর পেয়ে শুক্রবার (১আগস্ট) সকালে সে ঢাকা থেকে লোহাগড়ায় আসেন। সকালে পরিবারের সঙ্গে তার শেষবার কথা হয়, এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
নিহতের চাচা শরিফুল ইসলাম জানান,‘আমরা শুনেছি, সকালে লোহাগড়া বাজারের একটি পার্লারে মেয়েটির সঙ্গে মাসুমের কথা হয়। এরপর মেয়েটির বাবার কাছ থেকে হুমকিও পেয়েছিল। পরে হাসপাতাল থেকে ফোন পেয়ে মৃত্যুর খবর জানি। তার বাম হাতের নখ উপড়ানো ছিল সব মিলিয়ে মনে হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
ইজিবাইক চালক সুজন বলেন,‘ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার চিহ্ন ছিল না। তবে মনে হয়েছে গাড়ি থেকে কেও তাকে ফেলে গেছে।’
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম শনিবার (২ আগস্ট) সকালে বলেন, আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিষয়: #উদ্ধার #উপড়ানো #ছিল #দিনে #নখ #প্রেমিকা #প্রেমিকের #বিয়ের #মরদেহ #হাতের