

সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » বাহুবল » শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে : জেলা শিক্ষা কর্মকর্তা
শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে : জেলা শিক্ষা কর্মকর্তা
জালাল উদ্দিন লস্কর মাধবপুর প্রতিনিধি
শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাসরুমে যেতে হবে। ক্লাসরুমে আকর্ষণীয় ভাবে পড়াটা উপস্থাপন করতে হবে। তবেই শিক্ষার্থীরা পড়ালেখার প্রতি আগ্রহী হবে। অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং করতে হবে। তাহলেই ভালো রেজাল্ট আসবে। হবিগঞ্জের মাধবপুরে এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন একথা বলেন। সোমবার (২১ জুলাই) বেলা ১১ টায় মাধবপুর উপজেলা শিক্ষা অফিস ও হবিগঞ্জ জেলা শিক্ষা অফিস এর আয়োজনে মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: ইমরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, অধ্যক্ষ মো: জাহির উদ্দিন, মো: আমীর হোসেন,মো: মিজানুর রহমান, পুরষ্কার বিজয়ী শিক্ষার্থী আকলিমা আক্তার, জাহিদুল ইসলাম প্রমূখ। পরে পুরস্কার বিজয়ী ২৬ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও পুরষ্কার বিজয়ী এসএসসি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের অভিভাবকের ব্যাংক একাউন্টে দশ হাজার ও এইচএসসি পরীক্ষায় উত্তির্ন শিক্ষার্থীদের অভিভাবকের একাউন্টে পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে।
বিষয়: #কর্মকর্তা #ক্লাসরুম #জেলা #প্রস্তুতি #শিক্ষক #শিক্ষা