শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » পাঠক
পাঠক
বিপুল চন্দ্র রায়
![]()
রাজারহাট-কুড়িগ্রাম।
অচেনা অক্ষর, শব্দেরা জড়ো,
নীরবে বসেছো তুমি,
পাতার পর পাতা ওল্টাও যত,
যেন নতুন জগৎ ভূমি।
কালির আঁচড়ে বাঁধে মন,
গল্পের মায়ায় হারায় ক্ষণ।
মগজের কোষে জ্ঞান
ডুবে যাও সুখে-দুঃখে।
লেখকের সৃষ্টি, সে যে প্রাণহীন,
যদি না তুমি দাও স্পর্শ_
তোমার পাঠে সে হয় চিরদিন,
এক অনন্ত বর্ষ।
ভ্রমণ করো দূর দিগন্তে,
সময়ের ঊর্ধ্বে চড়ে_
তুমি আছো তাই গল্প জীবন্ত,
পৃষ্ঠার পরতে পরতে।
বিষয়: #চন্দ্র #পাঠক #বিপুল #রায়




দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
