

শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » দৌলতপুরে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিডফোর্ড হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দৌলতপুরে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিডফোর্ড হত্যাকা-ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
দৌলতপুর প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং সম্প্রতি রাজধানীর মিডফোর্ডে ঘটে যাওয়া পাশবিক হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ১৯ জুলাই) বিকাল ৪টায় রিফাইতপুর থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলা বাজার গিয়ে শেষ হয় ।এসময় দৌলতপুর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিতি ছিল।
৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সর্বস্তরের জনগণের আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার আহবায়ক শরিফ উদ্দীন জুয়েন, কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, দৌলতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু, সহ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে শরিফ উদ্দীন জুয়েল বলেন, জনগণের নেতা তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবে সরকার ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এসব মিথ্যাচার ও চক্রান্তের জবাব আমরা রাজপথেই দেবো। এসময় তিনি আরও বলেন, মিডফোর্ডে ঘটে যাওয়া নির্মম হত্যাকা- শুধু একটি প্রাণ নয়, পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে ভবিষ্যতে আর কেউ এমন পাশবিকতা করার সাহস না পায়।
বিষয়: #তারেক #দৌলতপুর #রহমান