

শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » নিউইয়র্কে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
নিউইয়র্কে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক॥
নিউইয়র্কে প্রবাসীদের ভোটাধিকার শীর্ষক সেমিনারের আয়োজন করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব ইনক।
গত ১৮ই জুলাই শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম।সাধারণ সম্পাদক মোহাম্মদ মমিন মজুমদারের সঞ্চালনায় লিখিত মূল প্রবন্ধ পাঠ করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহেরের পক্ষে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ।অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক।প্রেসক্লাবের সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে পার্টি হল পরিপূর্ণ হয়ে ওঠে।
উল্লেখিত বিষয়ের ওপর বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ড.ওয়াজেদ হোসেন খান,ঠিকানা গ্রুপের চেয়ারম্যান সাবেক সাংসদ এমএম শাহীন,বাংলাদেশ সোসাইটি ইনকের সভাপতি আতাউর রহমান সেলিম,শামসুদ্দিন আজাদ,এটর্নি মইন চৌধুরী,প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ,ড.শওকত আলী,গিয়াস উদ্দিন আহমেদ,এটর্নি মোহাম্মদ এন মজুমদার,সিপিএ জাকির হোসেন চৌধুরী,প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
সেমিনারে বক্তারা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান।
বিষয়: #অনুষ্ঠিত #ক সেমিনার #নিউইয়র্ক #প্রবাসী #ভোটাধিকার #শীর্ষ