

শনিবার ● ১৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষে অভিযানে গ্রেফতার-৩
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা-পুলিশের বিশেষে অভিযানে গ্রেফতার-৩
ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হাই(সেকেল)(৫০)ও আমির হোসেন ফাহিম(২৫)নামক দুইজনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে জগন্নাথপুর থানা-পুলিশ।
আজ ১৯ (জুলাই)শনিবার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরণ করা হয়েছে।
থানার মারফতে জানাগেছে,১৮(জুলাই)শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর
থানার সাব-ইন্সপেক্টার মোঃ আল-আমিন, সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,সাব-ইন্সপেক্টার মোঃ হাদী আব্দুল্লাহ,এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার ও এএসআই জমির উদ্দিনের নেতৃত্বে পুলিশদল উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় উপজেলার রানীগজ ইউনিয়নে অভিযান চালিয়ে বাগময়না গ্রামের মৃতঃ আব্দুল মছব্বিরের পুত্র সিআর-১২৪/২৫ মোকদ্দমার
গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল হাই (সেকেল) (৫০)এবং একই গ্রামের আব্দুল হাই সেকলের পুত্র গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমির হোসেন ফাহিম(২৫)কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিদের আজ শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ- আদালতের মাধ্যমে কারাগার পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাব-ইন্সপেক্টার আল-আমিন।
বিষয়: #জগন্নাথপুর #থানা #সুনামগঞ্জ