মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » Default Category » চট্রগ্রামে কোস্টগার্ড ও মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ
চট্রগ্রামে কোস্টগার্ড ও মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ

মনির হোসেন::
চট্টগ্রামে কোস্ট গার্ড ও মেট্রোপলিটন পুলিশ এর সমন্বয়ে “তারুণ্যের উৎসব- ২০২৫” শীর্ষক ট্রাফিক কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জান মাল রক্ষা, অগ্নি নির্বাপনী, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন জনসচেতনতামূলক প্রশিক্ষণ প্রদানে নিরলসভাবে কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” মন্ত্রে ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক ট্র্যাফিক কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মশালা চলাকালীন ট্র্যাফিক আইন, গাড়ি চালানো, রাস্তা পারাপার ও হর্ন ব্যবহারের নিয়ম, দুর্ঘটনার কারণ ও প্রতিকার, যানজটের কারণ ও প্রতিকার, ট্র্যাফিক সংক্রান্ত বিভিন্ন চিহ্ন ও ট্র্যাফিক লাইটের পরিচিতির উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। এসময় উক্ত কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক জনগণের জান মাল রক্ষা, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিষয়: #আয়োজনে #কন্ট্রোল #কোস্টগার্ড ও মেট্রোপলিটন #চট্রগ্রাম #ট্রাফিক #পুলিশের #প্রশিক্ষণ




দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
