মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » ঐ শহরে দিনরাত্রির দৃশ্য
ঐ শহরে দিনরাত্রির দৃশ্য

বিপুল চন্দ্র রায়
সোনায় রাঙা আলোয় সূর্য যখন ওঠে,
এই শহরে কোলাহল পথের বাঁকে বাঁকে।
রিকশার টুংটাং, গাড়ির হর্ন বাজে,
জীবন ছুটে চলে, নতুন দিনের কাজে।
দোকানপাটের হাঁকডাকে সরগরম হয় পথ,
খবরের কাগজ ভাঁজ, কত রকম সংবাদ।
ধুলো ওড়ে বাতাসে, ঘামের ফোঁটা ঝরে,
তবু ক্লান্তি নেই চোখে, সবাই ব্যস্ত কাজে।
সন্ধ্যা নামে, এই শহর হয় আলোয় ঝলমলা,
অফিস ফেরত মানুষ, ক্লান্ত তবুও হাসে।
ক্লান্তি দূর করতে চা-দোকানে আড্ডা জমে,
কত জীবনের গল্প বাতাসে ভাসে।
রাত গভীর হয় যখন, নিস্তব্ধতার চাদর,
তারার আলোর নীচে ঘুমায় শান্ত শহর।
শুধু কিছু লণ্ঠন জ্বলে, নীরব প্রহরীদের,
আগামী দিনের স্বপ্নে বিভোর, ঘুমায় এই শহর।
বিষয়: #ঐ #দিনরাত্রির #দৃশ্য #শহরে




দেশ কাঁপল হৃদয়ও কাঁপল
কবিতা আবৃত্তি ও গানের সংকলন ” শুধু তোমার বাণী”
অপ্রিয় সত্য প্রকাশ
তোমার মিথ্যে প্রেমে আমার পরাজয়
প্রিয় রাসুল (সাঃ)
বুনোফুল
আষাঢ়ের বিদায়
বিয়ের প্যাচাল
জল কাব্যের - স্নিগ্ধ দহন
জল কাব্যের স্নিগ্ধ দহন
