

বুধবার ● ২ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজশাহী » জয়পুরহাটে সমন্বিত কৃষি তথ্য সেবা ও স্মার্ট মিনি কোল্ড স্টোরেজের কার্যক্রমের উদ্বোধন
জয়পুরহাটে সমন্বিত কৃষি তথ্য সেবা ও স্মার্ট মিনি কোল্ড স্টোরেজের কার্যক্রমের উদ্বোধন
মোফাজ্জল হোসেন, জয়পুরহাট:
অঙ্কুর সমন্বিত কৃষি তথ্য সেবা স্মার্ট মিনি কোল্ড স্টোরেজ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে অঙ্কুর কোম্পানির আয়োজনে ও জয়পুরহাট এনডিসি ফাউন্ডেশনের সহযোগিতায় খনজনপুর এনডিসির হল রুমে এনডিসি মিনি কোল্ড স্টোরেজ এর চেয়ারম্যান দেওয়ান কামরুজ্জামান সাজু সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শহিদুল ইসলাম।
এনডিসি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান মিঠু সঞ্চালনায় বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাশরেকুল আলম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, আইপেজ এর পরিচালক ও প্রধান যোগাযোগ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ মিঠু, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আল নাহিয়ান খান, সাবেক পৌর কাউন্সিল ঝর্ণা আকতার, মঙ্গলবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দীন, কৃষক দলের সহ-সভাপতি সরদার আনোয়ার হোসেন দীপু, কৃষক গোলাম মওলা, কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, ব্যবসায়ীগণ সহ সংশ্লিষ্টরা।
আইপেজের প্রধান যোগাযোগ কর্মকর্তা বলেন, এই স্মার্ট কোল্ড স্টোরেজের মাধ্যমে কৃষকরা ফসলের অপচয় রোধ করে আরও ভালো দামে বিক্রি করতে পারবে এবং সরাসরি তাদের আয় বৃদ্ধিতে ও ভূমিকা রাখবে।
কৃষিতে মাটি পরিক্ষার গুরুত্ব তুলে ধরে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘র্যাপিড সয়েল টেস্টিং এর জগতে আমাদের অংকুর মেশিন শুধু দেশেই না,দেশের বাইরেও ব্যাপক সুনাম অর্জন করেছে। এর সাহায্যে কৃষি সম্প্রসারণে সম্পৃক্ত মাঠ কর্মীদের জন্যে বিজ্ঞানভিত্তিক পরামর্শ সেবা প্রদান আরও সহজতর হবে।
এনডিসি মিনি কোল্ড স্টোরেজ এর চেয়ারম্যান জানান, স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি ও ফল লাভজনক করার লক্ষ্যে স্বল্প ভাড়ায় ৩৭ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। এই স্মার্ট কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা হল ২২ টন এং জেলার বিভিন্ন জায়গায় আরও ৯ টি স্মার্ট মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
বিষয়: #উদ্বোধন #জয়পুরহাট #সমন্বিত #স্টোরেজ