মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » নাগরিক সংবাদ » বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সুনামগঞ্জ জেলা কমিটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সুনামগঞ্জ জেলা কমিটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ
প্রেস বিজ্ঞপ্তি ::
![]()
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সুনামগঞ্জ জেলা কমিটির বিরুদ্ধে সম্প্রতি একটি মহল উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচারে লিপ্ত হয়েছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত, অনৈতিক এবং সাংবাদিকতার মৌল নীতিমালার পরিপন্থী। সংগঠনের পক্ষ থেকে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
এই মুহূর্তে সুনামগঞ্জে সাংবাদিকদের কল্যাণে সংগঠিত ও অনুমোদিত একমাত্র সাংবাদিক সংগঠন হিসেবে বিএমজেএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যারা সংগঠনটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তারা হয় অজ্ঞতা থেকে অথবা হীনস্বার্থ চরিতার্থ করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। তাদের স্মরণ করিয়ে দিতে চাই, চায়ের দোকানে বসে কথিত কমিটি ঘোষণা করা আর জাতীয় পর্যায়ের অনুমোদিত সংগঠনের কার্যক্রম পরিচালনা করার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
সংগঠনের সদস্যদের বিরুদ্ধে প্রমাণহীন অপবাদ কিংবা বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হলে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে—এ বিষয়ে আমরা কঠোরভাবে সতর্ক করছি।
বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যরা সবাই এ জেলার সন্তান, মাঠের পেশাদার সাংবাদিক। কেউই বহিরাগত নয়, কেউ উড়ে এসে জুড়ে বসেনি। এ সংগঠন কোনো চাঁদাবাজ, দখলবাজ, তেলবাজ বা সুবিধাবাদীদের আশ্রয়স্থল নয়। এটি হচ্ছে জনগণের কথা বলা এবং সত্য প্রকাশে প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সংগঠন।
যারা অতীতে সাংবাদিকতার পরিচয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন, চাঁদাবাজি, ষড়যন্ত্রমূলক মামলায় নিরপরাধ সাংবাদিকদের হয়রানি করেছেন—তাদের মুখে এখন সাংবাদিকতার কথা শোভা পায় না। তাদের উস্কানিতে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপপ্রচারে না জড়ায়—সেজন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।
পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—এবার হুঁশিয়ারি, পরেরবার আইনানুগ ব্যবস্থা।
বিএমজেএ সুনামগঞ্জ জেলা কমিটি জেলার সংবাদকর্মীদের পেশাগত উৎকর্ষ ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই লক্ষ্যেই কাজ চালিয়ে যাবে।
সবার প্রতি আহ্বান—
মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়ে নিজের সম্মানহানি করবেন না। পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষা করুন, সত্যকে পাশে রাখুন।
বিষয়: #এসোসিয়েশন #জার্নালিস্ট #বাংলাদেশ #মাল্টিমিডিয়া




এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পর জাপানে বিওয়াইডি সিলায়ন ৬ উন্মোচন
যুক্তরাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খানের নিয়োগ
সিলেটে ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র আলোচনা সভা অনুষ্ঠিত
ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র দিকনির্দেশনামূলক সুপারিশ: আগামীর উন্নত জাতি গঠনের রূপরেখা
আতিকুর রহমান ইতালি যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাংগঠনিক পদে মনোনিত
চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন
সহজ-এর সাথে সহজক্যাশ-এর কোনো সম্পর্ক নেই
টানা দ্বিতীয়বারের মত ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করল মেটলাইফ বাংলাদেশ
সেলসফোর্স নিয়ে এলো এআই এজেন্ট পরিচালনার নতুন সমাধান ‘মিউলসফট এজেন্ট ফেব্রিক’
