শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩
ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক::
ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
সংস্থাটি জানিয়েছে, শনিবার ইসরায়েলের সমুদ্র উপকূলবর্তী সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ছিলেন ৬০ বছর বয়সী একজন নারী। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ৪৫ বছর বয়সী এক পুরুষকেও উদ্ধার করা হয়, পরে যাকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এমডিএ।
গত শুক্রবার ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় একজন নিহত হয়। তাছাড়া আহত হয় আরও প্রায় অর্ধশত ইসরায়েলি। ইসরায়েলের জরুরি সেবাবিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) দাবি, আহতদের আঘাতের ধরন হালকা থেকে মাঝারি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি দূত বলেন, শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং আরও ৪০ জনের মতো মানুষ আহত হয়েছেন।
এমডিএ’র পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে লেখা হয়েছে, কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এর পরপরই এমডিএ’র জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছে যান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, তিন ধাপে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আঘাত হানে। এতে অন্তত ৪৮ জন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নারী ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহন হন। হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অন্যদিকে, যারা আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান কয়েকশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। যার কিছু যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলে পৌঁছানোর আগেই ভূপাতিত করেছে বলে দাবি করা হয়েছে। পরবর্তী সময়ে ইরান হুঁশিয়ারি দেয়, যেসব দেশ ইরানের হামলা ঠেকানোর চেষ্টা করবে- এই অঞ্চলে তাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
বিষয়: #ইরানের #ইসরায়েলে #নিহত ৩ #পাল্টা #হামলায়




সিডনিতে সন্ত্রাসী হামলায় নিহত বেড়ে ১৬
শাটডাউনে যুক্তরাষ্ট্রে একদিনে ১৪০০ ফ্লাইট বাতিল
প্রধান উপদেষ্টার বিবৃতির শব্দ চয়নে ‘সতর্ক’ করল ভারত
আরও এক ইসরাইলি জিম্মির লাশ ফেরত দিলো হামাস
সুদানে আরএসএফের ড্রোন হামলায় নারী ও শিশুসহ নিহত ৪০
নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৩৬
বাংলাদেশ-নেপালের পর জেন-জি বিক্ষোভে আরেক সরকারের পতন
যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪
গাজায় আরও ৯১ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
এবার ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩৫
