

বৃহস্পতিবার ● ৫ জুন ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বুলু ও দুদুকে বিএনপির সতর্কবার্তা
বুলু ও দুদুকে বিএনপির সতর্কবার্তা
বজ্রকণ্ঠ ডেস্ক::
দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে লিখিতভাবে সতর্ক করেছে বিএনপি।
সম্প্রতি এই দুই নেতার নানা বক্তব্যে বিতর্কের সৃষ্টি হওয়ায় দলের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয় বলে বিএনপি সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির দপ্তর থেকে দেওয়া এক চিঠিতে দলের এই দুই ভাইস চেয়ারম্যানকে সতর্ক করা হয়। সতর্ক করে দেওয়া চিঠি তাদের কাছে পৌঁছানো হয়েছে।
বিষয়: #বিএনপির #বুলু ও দুদুকে #সতর্কবার্তা