

সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » বিশ্ব » গাজা শাসনের ভার মিশরকে দেওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
গাজা শাসনের ভার মিশরকে দেওয়া উচিত: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক::
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ আবারও গাজা শাসনে মিশরকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। দেশটির সরকার-নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম ‘কান’-এ এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইসরায়েলি সরকারের কাছে যদি এর চেয়ে ভালো কোনো পরিকল্পনা থাকে, তবে আমরা তা শুনতে আগ্রহী।
লাপিদের এই প্রস্তাব নতুন নয়। গত কয়েক মাস ধরেই তিনি গাজার প্রশাসনিক দায়িত্ব মিশরের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তবে মিশর সরকার তার এই প্রস্তাব আগে থেকেই সরাসরি প্রত্যাখ্যান করেছে।
সাক্ষাৎকারে লাপিদ আরও বলেন, গাজায় মানবিক সহায়তা বিতরণের জন্য একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, ইসরায়েলি সরকার গাজা নিয়ে কোনো সুস্পষ্ট কৌশল নির্ধারণ করতে ব্যর্থ হয়েছে।
নেতানিয়াহু সরকারের সমালোচনা করে লাপিদ বলেন, আমরা এই সরকারের কৌশলহীনতার মূল্য দিচ্ছি। কেউ কি বলতে পারে, গাজায় যুদ্ধের শেষ চিত্রটা কেমন হবে? এটা স্পষ্ট যে, গাজা ইস্যুতে সরকারের কোনো সুসংহত পরিকল্পনা নেই।
বর্তমানে গাজা যুদ্ধ ও সেখানে মানবিক সংকট নিয়ে ইসরায়েলি সরকার দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে চাপের মুখে রয়েছে। এই পরিস্থিতিতে লাপিদের মন্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
মিশর সরকার যদিও গাজা নিয়ন্ত্রণের প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে, তবুও লাপিদের এই প্রস্তাব ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও গাজার ভবিষ্যৎ ব্যবস্থাপনার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে।
সূত্র: আল জাজিরা
বিষয়: #ইসরায়েলের #উচিত #গাজা #দেওয়া #প্রধানমন্ত্রী #ভার #মিশরকে #শাসনের #সাবেক