সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » Default Category » স্ত্রী-সন্তানসহ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রী-সন্তানসহ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ/ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকায় নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।
সোমবার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
জানা যায়, দুদকের সহকারী পরিচালক সাজিদুর রোমান দুটি আবেদনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর এম এ সালাউদ্দিন ইস্কান্দার নিষেধাজ্ঞার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।
আবু ইউসুফের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ ও তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে প্রতারণা, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎপূর্বক মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে অর্থ পাচারসহ নিজ নামে ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি তদন্তের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য অভিযোগের সুস্থ অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
মোহাম্মদ আলীর নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ও সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। ওই নথির অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ আলী মিয়ার বিষয়ে বিশ্বস্ত সূত্রে জানা যায়, তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন। বিদেশে পালিয়ে গেলে অভিযোগে উল্লিখিত বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়াও একান্ত প্রয়োজন।
বিষয়: #চেয়ারম্যানের #ট্রাস্টি #দেশত্যাগে #নিষেধাজ্ঞা #বোর্ড #স্ত্রী-সন্তানসহ




বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু
দৌলতপুরে বিজিবি’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
গ্যাস–চুনাপাথরের সংকটে ছাতক সিমেন্ট: হাজার কোটি টাকার প্রকল্প পড়ে আছে ধুঁকতে
নবীগঞ্জে শতাধিক অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের মধ্যে কম্বল বিতরণ
আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে সুষ্ঠু নির্বাচন ও গণভোট-আদিলুর রহমান
