

শনিবার ● ১৭ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » দেওয়ানী বাড়ি
দেওয়ানী বাড়ি
বিপুল চন্দ্র রায়
ডাংরার পাড়ের নগেন দেওয়ানী
ছিলেন সম্মানী ব্যক্তি।
ধন-সম্পদ অটল ছিলো,
ছিলোনা কোন কিছুর কমতি।
শিক্ষা বান্ধব,সমাজ বান্ধব,
ছিলেন নগেন দেওয়ানী।
সমাজ বিনির্মাণে তাঁর অবদান
তৎকালীন নেতা মানি।
তিস্তা নদী গর্ভে বিলীন হলো
একর একর সম্পদ,অবশেষে
ধ্বংসযজ্ঞ দেখলো নিজের
বয়ে বেড়ালো দুখ।
সুখের ছিলো সংসার,
দুটা মেয়ে দুটা ছেলে ছিলো তাঁর,
ছেলে দুটা গেছে মারা
বর্তমান তাঁর নেই কোন গুণগান।
তাঁর নাতি পুতি শহর গেছে,
ফিরে না বাড়ি দুঃখে-কষ্টে,
দেওয়ানীর বাড়ির দেওয়ানীত্ব নেই,
আজ বাড়িটা ছন্নছাড়া।
বিষয়: #দেওয়ানী #বাড়ি