

বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » কবি ও কবিতা » চোর
চোর
বিপুল চন্দ্র রায়
সব লোকে বলে_
আম চোরা, জাম চোরা,
লিচু চোরা, কাম চোরা,
সব চোরা ঐ চোর!
ছিচকা চোর, বড় চোর,
গ্রামটা খাইল, ঐ চোর!
সঠিক সাক্ষী নাই বলে,
চোরের বিচার হয়না খালু।
চোরের মায়ের বড় গলা,
আবার নিত্যদিনে পারে ফাল।
হঠাৎ একদিন পড়লো ধরা,
মান ইজ্জতের কাম সাড়া।
এবার চোরের বিচার হবে কড়া,
করে দাও মাথা ন্যাড়া।
লজ্জা যদি থেকে থাকে,
আর গ্রামে করবেনা কোন চুরি।
বিষয়: #চোর