

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
বজ্রকণ্ঠ :::
স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। শনিবার (১০ মে) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।
বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আন্দোলন চলছে। আন্দোলনে বিএনপির অবস্থান কী হবে ও দলটির করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিষয়: #কমিটি #জরুরি #ডেকেছে #বিএনপি #বৈঠক #স্থায়ী