

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
সুনামগঞ্জে গণ-অভ্যুত্থানে আহতদের মাঝে অনুদানের চেক বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলায় জুলাই ২৪ গণ-অভ্যুত্থানে সি ক্যাটাগরির আহতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ মে) বিকেল ২ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলতায়নে জেলা প্রশাসনের উদ্যোগে উক্ত চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, সিভিল সার্জন ডা. জমিস উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এনডি উছমান গণি,আহত জুলাই যোদ্ধা সাংবাদিক বাউল আল হেলাল ও ওয়ারিওর্স অব জুলাই এর আহবায়ক মো. ফয়সল আহমদ প্রমুখ। আলোচনা শেষে আহত জুলাই যোদ্ধাদের শারীরিক সুস্থতাসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সি ক্যাটাগরির ২৩০ জন আহতদের মধ্যে আর্থিক অনুদানের দুই কোটি ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করা হয়।
বিষয়: #অনুদান #অভ্যুত্থান #আহত #গণ #চেক #বিতরণ #মাঝে #সুনামগঞ্জ