

শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » আইন আদালত » সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫ আইনজীবী
সিনিয়র অ্যাডভোকেট হলেন ৫ আইনজীবী
বজ্রকণ্ঠ ডেস্ক::
পাঁচজন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। শুক্রবার (৯ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এছাড়া ৮৫ জনকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠিত হয়। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে।
গত ৮ মে এই এনরোলমেন্ট কমিটির সভায় সব সদস্যের স্বতন্ত্র মতামতে ভিত্তিতে ৫ জন আইনজীবীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত হয়। তারা হলেন- মুহাম্মদ নওশাদ জমির, মোহাম্মদ ইব্রাহিম খলিল, মোহাম্মদ আরশাদুর রউফ, মনির হোসেন ও মোহাম্মদ বেলায়েত হোসেন।
এছাড়া ২০ জনের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির আবেদন স্ট্যান্ডওভার (মুলতবি) রাখা হয়। পাশাপাশি আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে ৮৫ জনকে তালিকাভুক্তির সিদ্ধান্ত হয়। আর ৮৪ জনের আবেদন মুলতবি রাখা হয়েছে।
বিষয়: #অ্যাডভোকেট #সিনিয়র #হলেন #৫ আইনজীবী