শনিবার ● ১০ মে ২০২৫
প্রথম পাতা » বিশেষ » অবহেলায় মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার
অবহেলায় মৃত্যুর অভিযোগ, বিচার চায় পরিবার
বজ্রকণ্ঠ ডেস্ক::
![]()
অবহেলা ও অপচিকিৎসায় সামছুদ্দোহা শিমুল নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জাস্টিস ফর শিমুল’ ব্যানারে সংবাদ সম্মেলন করেন তারা।
শামসুদ্দোহা শিমুলের (৪৮) স্ত্রী সায়মা সুলতানা, সন্তান আলিফ আল দোহা, আনিশা বিনতে দোহা ও তার ভাগনে এবং মামলার বাদী রিয়াদ ইসলাম নাঈম উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।
পরিবারের সদস্যদের দাবি, তারা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) অভিযোগ এবং থানায় মামলা করে প্রতিকার পাননি। মামলার অগ্রগতি নেই। সে কারণে সংবাদ সম্মেলন করে আজকে বিচার চাইছেন।
স্ত্রী সায়মা সুলতানা অভিযোগ করে বলেন, আমাদের পরিবারের একমাত্র সহায়ককে অপচিকিৎসায় হত্যা করা হয়েছে। শুধু নয়, করপোরেট সেক্টরের একজন আইকনকে হত্যা করেছে তারা। তিনি এসিআই লজিস্টিক এর পরিচালক ছিলেন। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক ছিলেন। আমরা চাই, এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে সমাধান করুক। প্রতিবার এরকম ঘটনা ঘটিয়ে প্রভাব খাটিয়ে পার পেয়ে যায় জড়িতরা, দেশটা তো মগের মুল্লুক হয়ে যাচ্ছে।
তিনি প্রশ্ন করেন, কমফোর্টে মুসলমানি করার মতো সরঞ্জাম বা প্রস্তুতি নেই, তারা কীভাবে এ অপারেশন করে? রোগীর স্বজনদের একটা স্বাক্ষর নিয়ে চিকিৎসকরা জবাবদিহিতার বাইরে থেকে যায়। ডাক্তারদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসকসহ দায়িত্বরতদের জবাবদিহিতার আওতায় আনার দাবি করেন দোহার স্ত্রী।
গত ২১ আগস্ট রাতে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোমে নাকের অস্ত্রোপচারের সময় অধ্যাপক ডা. জাহের আল-আমিন এবং এনেস্থেসিয়োলজিস্ট ইফতেখায়রুল কাওসার এর তত্ত্বাবধানে শামসুদ্দোহা শিমুলের মৃত্যু ঘটে। অপারেশন থিয়েটারেই তিনি মারা যান। এটি একটি চরম অবহেলা ও অপচিকিৎসার নির্মম পরিণতি বলে দাবি করে তার পরিবার ও স্বজনরা। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা করেছেন তারা।
বিষয়: #অবহেলায় #অভিযোগ #চায় #পরিবার #বিচার #মৃত্যু




বৈ ছা আ - বানিয়াচং থানার এস আই সন্তোষের হ’ত্যা’কারী
বেগম খালেদা জিয়া: বাংলাদেশ প্রশ্নে আপোষহীন নেত্রী
খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
বুধবার বাদ জোহর স্বামীর কবরের পাশে শায়িত হবেন খালেদা জিয়া
“সমাজ সেবায় অবদান” / “Contribution to Society”
ডিসেম্বরের ২৭ দিনে প্রবাসী আয় ৩৩ হাজার কোটি টাকা
১৭-১৮ মিনিটের ভাষনে কোন স্বজন হারানোর ব্যাথা ছিলো না
আমাদের নিম্নলিখিত অঞ্চল থেকে সংবাদ প্রতিবেদক প্রয়োজন…
কেবল চেতনা নয়, চাই ঐক্য ও কাজ: কোন পথে বাংলাদেশ?
