

বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক করেছে বিজিবি
সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক করেছে বিজিবি
আল হেলাল,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড (বিজিবির) একটি টহল দল সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতুর নিচে সুরমা নদী দিয়ে পাচারকালে ভারতীয় অবৈধ গরুর একটি বড় চালান আটক করেছে। নৌকা ভর্তি এসব গরু ভারত থেকে চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা সীমান্ত হতে পাচার করে এনে ইজ্ঞিন চালিত নৌকাযোগে সুনামগঞ্জের জয়নগর বাজারে নিয়ে যাচ্ছিল। আটককৃত গরুর চালানের মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা হবে বলে জানায় বিজিবির সদস্যরা। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশে সুরমা নদীতে গরুসহ নৌকাটি জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাকারিয়া কাদির এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,আব্দুজ জহুর সেতুর নিচে সুরমা নদী হতে পাচারকালে নৌকা ভর্তি ভারতীয় গরুর চালানটি আটক করা হয়। এগুলো জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে নামানো হয়েছিল। আমরা এই চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছি। এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান,বিষয়টি জানার পর মোবাইল কোর্ট পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।
বিষয়: #আটক #করেছে #গরুর #চালান #বিজিবি #ভারতীয় #সুনামগঞ্জ #৯০টি
