

বৃহস্পতিবার ● ১ মে ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » শ্রীমঙ্গল এসোশিয়েশনের সাথে সায়েদ আলীর মতবিনিময়।
শ্রীমঙ্গল এসোশিয়েশনের সাথে সায়েদ আলীর মতবিনিময়।
শেখ শফিকুর রহমান,নিউইয়র্::
যুক্তরাষ্ট্রে সফররত কাতারের বিশিষ্ট ব্যবসায়ী এবং শ্রীমঙ্গল উপজেলার শাদি মহল কমিউনিটি সেন্টার,শ্রীমঙ্গল ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট,সাতগাঁও টাওয়ারের স্বত্তাধীকারী সাতগাঁও সামাদিয়া আলিয়া মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও সাতগাঁও রমিজা খাতুন এতিম খানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মাদ সায়েদ আলীর নিউইয়র্কে আগমন উপলক্ষে শ্রীমঙ্গল এসোসিয়েশন ইনকের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
গত ৩০ শে এপ্রিল বুধবার দুপুরে কুইন্সের বেলরুশ এনওয়াইপিডি অফিসার গাজী জুয়েলের বাসভবনে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শ্রীমঙ্গল এসোসিয়েশন ইনকের সভাপতি মোস্তাক এলাহী চেমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুফিয়ান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অংশগ্রহন করেন শ্রীমঙ্গল এসোসিয়েশন ইনকের সাবেক সভাপতি মামুনুর রশিদ শিপু,সম্মানিত সদস্য আব্দুল হাকিম সুলায়মান,বিশিষ্ট সাংবাদিক শেখ শফিকুর রহমান,এনওয়াইপিডি অফিসার জুয়েল গাজী।
সভাপতি চেমন এলাহী বিশিষ্ট ব্যবসায়ী সায়েদ আলী কে এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বলেন সংক্ষিপ্ত সফরে এসেও শত ব্যস্ততার মাঝে শেষ সময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আগত অতিথি সায়েদ আলী বলেন সূদুর কাতারে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে এবং কাতারে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তুলে ছোট পরিসরে হলেও কর্মসংস্তানের ব্যবস্তা করার চেষ্টা করেছি।তিনি বলেন আপনাদের দোয়ায় সাতগাঁওএ আমার মায়ের নামে শিশুদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার লক্ষে এতিম খানা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি। পরে সবাই মধ্যহ্ন ভোজে অংশগ্রহন করেন।
উল্লেখ্য আলহাজ্ব মোহাম্মাদ সায়েদ আলী কাতারের দোহা মদিনা মোরায় ডানলফ গাড়ীর টায়ারের এজেন্ট হিসেবে দীর্যদিন যাবত সুনামের সহিত ব্যবসা করে আসছেন এবং একাধারে ডানলাফের শ্রেষ্ঠ টায়ার এজেন্ট হিসেবে কাতারের বানানা আইল্যান্ডে আয়োজিত অনুষ্ঠানে এয়ার্ডপ্রাপ্ত হয়ে বহু পুরস্কার অর্জন করেছেন এবং টায়ার কোম্পানী পুরস্কার স্বরুপ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমনের জন্য স্পনসর করেছে তারি অংশ হিসেবে গত ২৪শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্ক,ওয়াশিংটন ও ন্যায়গা ফলস অবলোকন করেন।৩০শে এপ্রিল বুধবার রাত ১০টায় জেএফকে বিমান বন্দর থেকে কাতার এয়ারওয়েজ যোগে কর্মস্থল কাতারের রাজধানী দোহায় চলে যান।
বিষয়: #আলী #এসোশিয়েশন #মতবিনিময় #শ্রীমঙ্গল #সাথে #সায়েদ
