

বুধবার ● ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » সুনামগঞ্জ » সুনামগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন
সুনামগঞ্জে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন
আল হেলাল.সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে জেলা পর্যায়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার দিপান্বিতা দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শুভ রায় সুমন,সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,সরকারী মহিলা কলেজ প্রভাষক মোঃ জুবায়ের হোসেন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শতাব্দী ভট্টাচার্য্য,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিবুর রহমান,সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, সরকারী সতিশ চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুভাস চন্দ্র দাস,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সভাপতি আল হেলাল, লবজান চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল ছত্তার,জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ মনিরুজ্জামান ও পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সহকারী ইন্সট্রাক্টর সাইমন সিরাজ,সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহজাহান মিয়া,বাংলাদেশ স্কাউটস এর জেলা কমিশনার কাননবন্ধু রায়,হাজী মকবুল হোসেন পূরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজয় কৃষ্ণ দাস,আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক খালেদা বেগম,দ্বীনি সিনিয়র মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক আসাদ মিয়া,নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি সাংবাদিক আফতাব উদ্দিন ও শিক্ষা ও কল্যাণ শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুমন চন্দ্র সরকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের কন্সফারেন্স হলে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সংশ্লিষ্ট সকলকে স্বস্ব দায়িত্ব পালনের জন্য তাগিদ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ।
বিষয়: #উদযাপন #উপলক্ষ্যে #জাতীয় #প্রস্তুতিমূলক #বিজ্ঞান ও প্রযুক্তি #সপ্তাহ #সভা #সম্পন্ন #সুনামগঞ্জে #৪৬তম
